৪ গোলরক্ষকেরই কোভিড-১৯, পোস্টের নিচে মিডফিল্ডার!
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2021 11:33 PM BdST Updated: 19 May 2021 11:33 PM BdST
করোনাভাইরাসের ছোবলে জেরবার আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট। আক্রান্ত হয়ে মাঠের বাইরে চলে গেছেন প্রথম পছন্দের চার গোলরক্ষক। এরপরও বোকা জুনিয়র্সের বিপক্ষে একজন গোলরক্ষককে মাঠে নামাতে পেরেছিল দলটি। কিন্তু কোপা লিবের্তাদোরেসের ম্যাচে সেই সুযোগও পাচ্ছে না তারা। ইন্দিপেন্দিয়েন্তে সান্তা ফের বিপক্ষে পোস্টের নিচে তারা দাঁড় করাতে পারে অভিজ্ঞ মিডফিল্ডার এনসো পেরেসকে।
দক্ষিণ আমেরিকার ক্লাব শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেসের জন্য চার জন গোলরক্ষকের নিবন্ধন করেছিল রিভার প্লেট। তারা সবাই কোভিড-১৯ আক্রান্ত হয়ে আপাতত মাঠের বাইরে আছেন।
কদিন আগে বোকা জুনিয়র্সের বিপক্ষে নিজেদের যুব দলের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক আলান লিওনার্দো দিয়াসকে খেলিয়েছিল রিভার প্লেট। কোপা লিবের্তাদোরেসের কর্তৃপক্ষের কাছে তাকে খেলানোর জন্য অনুরোধ করলেও তাতে কাজ হয়নি।
আবেদন খারিজ হয়ে যাওয়ার পর বিকল্প ভাবতে শুরু করেন কোচ মার্সেলো গালার্দো। আর্জেন্টাইন পত্রিকা ওলে জানায়, গোলরক্ষক হিসেবে পেরেসকে পরীক্ষা করে দেখেছেন তিনি। ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। তবে কোপা লিবের্তাদোরেসের জন্য তিনি নিবন্ধিত এবং তাকেই একমাত্র বিকল্প হিসেবে ভাবা হচ্ছে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ঘরের মাঠে কলম্বিয়ার দল সান্তা ফের মুখোমুখি হবে রিভার প্লেট।
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ