ক্যাম্পের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সন্তুষ্ট জেমি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2021 05:04 PM BdST Updated: 17 May 2021 05:04 PM BdST
শুরুতেই দেখে নিলেন ঈদের বিরতি পর ফুটবলারদের ফিটনেস কোন পর্যায়ে আছে। ইয়োইয়ো টেস্টের প্রাথমিক ফলে সন্তুষ্ট জেমি ডে। তবে মাঠের লড়াই শুরুর আগে ফিটনেস আরও ভালো করার তাগিদ দিয়েছেন জাতীয় দলের কোচ।
২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই সামনে রেখে গত ১১ মে ক্যাম্প শুরু করেছিল দল। এরপর ঈদ-উল ফিতরের ছুটি শেষে সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম মাঠের অনুশীলন হয়েছে।
জামাল-জিকো-রানারা প্রিমিয়ার লিগে খেলার মধ্যে ছিলেন। তারপরও ঈদের ছুটির বিরতিতে খেলোয়াড়দের ফিটনেসে কোনো ঘাটতি তৈরি হয়েছে কিনা, ইয়োইয়ো টেস্টের মাধ্যমে পরখ করে নিতে চেয়েছেন জেমি। কোচ জানালেন, সেখানে উতরে গেছেন সবাই।
“ওরা ভালো অ্যাথলেট। নিজেদের খেয়াল রাখে। খাবারের ব্যাপারেও বেশ সচেতন। হ্যাঁ, একটি বিরতির পর নিজেদের ফিরে পেতে কয়েকটি সেশন প্রয়োজন হয়। ছেলেদের যে পর্যায়ে পাওয়া দরকার ছিল, সেই পর্যায়ে পেয়েছি। আমাদের হাতে তিন সপ্তাহ সময় আছে, এর মধ্যে আমাদের নিশ্চিত করতে হবে খেলার আগে ফিটনেসের দিক থেকে ওরা সেরা অবস্থায় আছে।”

চোটের কারণে ক্যাম্পে যোগ দেননি বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তবে নতুন খেলোয়াড় ডাকার পরিকল্পনা নেই জেমির। ক্যাম্পে যে ৩২ জন আছে, তাদের উপরই আস্থা রাখছেন এই ইংলিশ কোচ।
“আন্তর্জাতিক ম্যাচের জন্য জাতীয় দলে নির্বাচিত হতে হলে অবশ্যই খেলোয়াড়দের ফিটনেস একটা নির্দিষ্ট পর্যায়ে থাকা প্রয়োজন। আমি মনে করি, ছেলেরা সেই পর্যায়ে আছে। যদি কেউ না থাকে, তাহলে আমরা পরের সপ্তাহে আবার ইয়োইয়ো টেস্ট করাব। তবে এই মুহূর্তে মনে হচ্ছে, সবাই ভালো অবস্থায় আছে।”
“নতুন কোনো খেলোয়াড় ডাকার ভাবনা নেই। চোটের জন্য বিশ্বনাথ ঘোষ ক্যাম্পে নেই। তার চোটের জন্য কাভার হিসেবে কাউকে ডাকা হয়নি। চূড়ান্ত একটা সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছি। তবে কাতারে যাওয়ার জন্য যথেষ্ট খেলোয়াড় আমাদের ক্যাম্পে আছে।”
সূচি অনুযায়ী কাতারে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুনে ভারতের বিপক্ষে এবং ১৫ জুনে ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে