রিয়াল ছাড়তে চাওয়ার খবর উড়িয়ে দিলেন জিদান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2021 12:08 PM BdST Updated: 17 May 2021 12:19 PM BdST
মৌসুম এখনও শেষ হয়নি, তবে রিয়াল মাদ্রিদে জিনেদিন জিদানের শেষ দেখে ফেলেছেন অনেকেই। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, চলতি মৌসুম শেষেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ফুটবলারদের জানিয়ে দিয়েছেন রিয়ালের কোচ। তবে জিদান বললেন, এখনই এমন কিছু বলার প্রশ্নই আসে না।
জিদানের ক্লাব ছাড়ার খবর নিয়ে গত কয়েকদিন থেকেই আলোচনা স্পেনের সংবাদমাধ্যমে। রেডিও ওন্দা সেরো জানায়, গত ৯ মে লা লিগায় সেভিয়ার সঙ্গে ঘরের মাঠে ম্যাচের আগে ফুটবলারদের নিজের সিদ্ধান্তের কথা জানান জিদান। স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কার খবর অনুযায়ী, ওই ম্যাচের আগের দিনই দলকে জানিয়েছিলেন তিনি।
সেসব খবর ক্রমে ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বময়। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকটা প্রতিষ্ঠিতই হয়ে গেছে, আবারও বিদায় নিচ্ছেন জিদান।
তবে রোববার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে রিয়ালের জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জিদান প্রশ্ন তুললেন ওই খবরের যৌক্তিকতা নিয়ে।
“ এখন আমি কিভাবে ফুটবলারদের বলতে পারি যে আমি চলে যাচ্ছি? শিরোপা জয় করার জন্য নিজেদের উজাড় করে দিচ্ছি আমরা। এমন একটা সময়ে কিনা ওদেরকে বলে দেব, আমি চলে যাচ্ছি!”
“ ক্লাবের বাইরের লোকেরা যা খুশি বলতে পারে। তবে আমি আমার ফুটবলারদের এরকম কিছু কখনোই বলব না, কখনোই না।”
এই মৌসুমে আগেও নানা সময়ে জিদানের ক্লাব ছাড়ার গুঞ্জণ শোনা গেছে। তবে সব পাশে ঠেলে চোট-জর্জর মৌসুমেও দলকে লিগ শিরোপার লড়াইয়ে রাখতে পেরেছেন তিনি। শিরোপার ফয়সালা হবে লিগের শেষ দিনে।
নিজের ভবিষ্যতের আলোচনাও মৌসুম শেষের জন্যই তুলে রাখতে বললেন জিদান।
“ মৌসুম শেষ হলে দেখা যাবে, কী হয়। তবে এই মুহূর্তে আমাদের মনোযোগ স্রেফ শেষ ম্যাচে। আমরা স্রেফ আমার ভবিষ্যৎ নিয়ে কথা চালিয়ে যেতে পারি না। এটির চেয়ে মৌসুমের শেষ ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ।”
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- ঈদে বাইক আটকাতে গেলেই দুর্ঘটনার ঝুঁকি বাড়বে: যাত্রী কল্যাণ সমিতি