রিভার প্লেটের ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত

বোকা জুনিয়র্সের বিপক্ষে ম্যাচের আগে বড়সড় ধাক্কা খেয়েছে রিভার প্লেট। দলটির ১০ খেলোয়াড়ের শরীরে থাবা বসিয়েছে করোনাভাইরাস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2021, 01:04 PM
Updated : 16 May 2021, 01:04 PM

আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ যা সুপারক্লাসিকো নামে পরিচিত, মাঠে গড়াবে বাংলাদেশ সময় রোববার রাত ২টা ৩০ মিনিটে।

যে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, তাদের অর্ধেকের শুরুর একাদশে খেলার সম্ভাবনা ছিল। দলটির গোলরক্ষক কোচ আলবের্তো মন্তেসের কোভিড-১৯ পরীক্ষার ফলও পজিটিভ এসেছে।

প্রথম দফার টেস্টে কয়েক জন খেলোয়াড়ের কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ আসায় শনিবার ফের টেস্ট করার কথা বিবৃতি দিয়ে জানিয়েছিল রিভার প্লেট। তাতেই এই ১০ জনের পজিটিভ আসে।

দলের বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফদের টেস্টের ফল নেগেটিভ এলেও রিভার প্লেট শনিবারের অনুশীলন বাতিল করে দেয়।