ঈদের ছুটি শেষ, ক্যাম্পে কিংসের খেলোয়াড়রাও
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2021 02:56 PM BdST Updated: 16 May 2021 02:56 PM BdST
নেই কেবল একজন। ঈদের ছুটি শেষে বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পে ফিরেছেন বাকি ফুটবলাররা। চোটের জন্য ক্যাম্পে যোগ দিতে পারেননি বসুন্ধরা কিংস ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। এএফসি কাপ বাতিল হওয়ায় যোগ দিয়েছেন দলটির বাকি খেলোয়াড়রা।
২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই সামনে রেখে গত ১১ মে ক্যাম্প শুরু করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেসময় কিংসের ১০ জন ছাড়া বাকি ২৩ জন যোগ দিয়েছিলেন ক্যাম্পে।
আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম ও কাজী তারিক রায়হান ক্যাম্পে ফিরেছেন। রোববার নতুন করে শুরু হওয়া ক্যাম্পে চোটের কারণে বিশ্বনাথের যোগ না দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
গত শুক্রবার মালদ্বীপে শুরু হওয়ার কথা ছিল এএফসি কাপের ‘ডি’ গ্রুপের খেলা। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায় তা। শেষ মুহূর্তে মালদ্বীপ যাত্রা বাতিল হলেও ক্যাম্পে যোগ দেননি কিংসের খেলোয়াড়রা। দলটির টেকনিক্যাল ডিরেক্টর আবু জুবায়ের নিপু জানালেন খেলোয়াড়দের বিশ্রাম দিতে চেয়েছিলেন তারা।
“আমাদের খেলোয়াড়েরা আজ থেকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিচ্ছে। টানা খেলা ও ক্যাম্পের কারণে ঈদের আগে ওরা জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারেনি। ছেলেদের বিশ্রামের প্রয়োজন ছিল।”
খেলোয়াড়রা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে চাওয়ায় ক্যাম্পে বিরতি পড়ে। রোববার নতুন করে ক্যাম্প শুরুর সন্ধ্যায় খেলোয়াড়দের কভিড-১৯ পরীক্ষা করা হবে। আগামী সোমবার সকাল ১০টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে মাঠের প্রস্তুতি।

আগামী ২০ বা ২১ মে কাতারের উদ্দেশে রওনা দেওয়ার কথা দলের। তাই, ঢাকায় প্রস্তুতির জন্য খুব একটা সময় পাচ্ছেন না জেমি। আপাতত তাই খেলোয়াড়দের বর্তমান অবস্থা পরখ করে নেওয়ার দিকে দৃষ্টি এই ইংলিশ কোচের।
“ছেলেরা এ মুহূর্তে কে কি অবস্থায় আছে, শুধু সেটা দেখতে চাই। তাদের ফিটনেস ভালো অবস্থায় থাকার উচিত।”
সূচি অনুযায়ী কাতারে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুনে ভারতের বিপক্ষে এবং ১৫ জুনে ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব