চেলসিকে হারিয়ে অধরা শিরোপার স্বাদ লেস্টারের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2021 12:11 AM BdST Updated: 16 May 2021 01:22 AM BdST
স্বপ্ন ছোঁয়ার খুব কাছে গিয়ে আবারও হতাশা নিয়ে ফেরার শঙ্কা জেগেছিল লেস্টার সিটির। তবে ভিএআরের সিদ্ধান্তে গোল পেল না চেলসি। প্রথমবারের মতো এফএ কাপের মুকুট পরল ২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার ফাইনালে ইউরি টিলেমানসের একমাত্র গোলে জিতেছে লেস্টার।
এর আগে চারবার প্রতিযোগিতাটির ফাইনালে উঠেও কখনও শিরোপায় চুমু আঁকতে পারেনি লেস্টার। সেই ১৯৬৯ সালে সবশেষ উঠেছিল এর ফাইনালে। এরপর এবার সাউথ্যাম্পটনকে হারিয়ে ৫২ বছর পর তারা জায়গা করে নেয় শিরোপার মঞ্চে।
শিরোপা লড়াইয়ে বল দখল কিংবা আক্রমণ, সবখানেই আধিপত্য করে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা দলটি মোট ১৩টি শট নেয়, যার তিনটি ছিল লক্ষ্যে। বিপরীতে, লেস্টারের ছয় শটের একটি মাত্র লক্ষ্যে এবং সেটিই গোল।
প্রিমিয়ার লিগের তিন ও চার নম্বরের লড়াইয়ের প্রথমার্ধে কোনো পক্ষই সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। বল দখলে কিছুটা এগিয়ে ছিল চেলসি, আক্রমণেও তারা। তবে একমাত্র উল্লেখযোগ্য সুযোগটা পেয়েছিল লেস্টার; জেমি ভার্ডির শট প্রতিহত করেন ডিফেন্ডার রিস জেমস।

২০১৮ সালে চেলসির হয়ে এদেন আজার ও ২০১৯ সালে ম্যানচেস্টার সিটির হয়ে কেভিন ডে ব্রুইনের পর তৃতীয় বেলজিয়ান হিসেবে এফএ কাপের ফাইনালে গোল করলেন টিলেমানস।
৮৮তম মিনিটে বেন চিলওয়েলের শট ডিফেন্ডার ওয়েস মর্গ্যানের পায়ে লেগে জালে জড়ালে হাসি ফোটে চেলসি শিবিরে। তবে, খানিক পরই ভিএআরে তা নিভে যায়। ইংলিশ এই ডিফেন্ডার খুব স্বল্প ব্যবধানে অফসাইডে ছিলেন।

সাম্প্রতিক সময়ে দারুণ ফুটবলে আশা জাগানো চেলসি হঠাৎ যেন পথ হারিয়ে ফেলেছে। গত বুধবার লিগে ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে হারের পর এই পরাজয়।
শীর্ষ চারে থেকে লিগ শেষ করতে দ্রুত ছন্দে ফিরতে হবে দলটিকে। তাছাড়া সামনে আছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, দলকে জাগিয়ে তুলতে নতুন কিছু ভাবতে হবে কোচ টমাস টুখেলকে।
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- হারুনকে সংসদে ‘বাধা দেবেন’ রাঙ্গাঁ