টনি ক্রুসকেও হারাল রিয়াল

চোটের ছোবলে একের পর এক খেলোয়াড়রা ছিটকে যাচ্ছেন। প্রতি ম্যাচের আগে দল গড়াই বড় দুর্ভাবনা হয়ে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের। সমস্যা বাড়ল আরও; কোভিড-১৯ পজিটিভ একজনের সংস্পর্শে আশায় আইসোলেশনে আছেন মাঝমাঠের তারকা টনি ক্রুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2021, 01:53 PM
Updated : 14 May 2021, 01:53 PM

শুক্রবার ক্লাবের দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জার্মান এই মিডফিল্ডারের পরীক্ষার ফল অবশ্য নেগেটিভ এসেছে। গত মাসে একই কারণে দলটির মিডফিল্ডার ফেদে ভালভেরদেকেও আইসোলেশনে থাকতে হয়েছিল। পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

তবে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নিয়ম অনুযায়ী, আইসোলেশনেই থাকবেন ক্রুস। ফলে আগামী রোববার লা লিগায় আথলেতিক বিলবাওয়ের মাঠে তাকে নিশ্চিতভাবেই পাবে না রিয়াল। শেষ রাউন্ডে ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা আছে।

চোটের কারণে আগে থেকে দলের বাইরে আছেন অধিনায়ক সের্হিও রামোস, দানি কারভাহাল, মার্সেলো, ফেরলঁদ মঁদি, লুকাস ভাসকেস।

লিগ টেবিলে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল। শিরোপা ধরে রাখতে শেষ দুই ম্যাচে তাদের জিততে তো হবেই, সঙ্গে প্রার্থনা করতে হবে নগর প্রতিদ্বন্দীদের হোঁচটের।