ফাইনালে পিএসজির প্রতিপক্ষ মোনাকো

শক্তিতে অনেক পিছিয়ে থাকা হৃহিমিয়ি-ভালিয়েয়ার বিপক্ষে শুরুতে গোল খেয়ে বসল মোনাকো। তারা ঘুরে দাঁড়ালও দারুণভাবে। শেষ পর্যন্ত অনায়াস জয়ে ফরাসি কাপের ফাইনালে উঠল দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2021, 09:59 PM
Updated : 13 May 2021, 09:59 PM

শেষ চারের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার রাতে ৫-১ গোলে জিতেছে মোনাকো।

ফাইনালে তারা মুখোমুখি হবে পিএসজির। বুধবার রাতে প্রথম সেমি-ফাইনালে টাইব্রেকারে মোঁপেলিয়েকে হারায় মাওরিসিও পচেত্তিনোর দলটি।

ম্যাচের ২০তম মিনিটে আলেক্সি পুযোর গোলে এগিয়ে যায় চতুর্থ স্তরের দলটি। সাত মিনিট পর তাদের আত্মঘাতী গোরে সমতায় ফেরে মোনাকো। আর ৩২তম মিনিটে অঁরেলিয়েনের গোলে এগিয়ে যায় তারা।

দ্বিতীয়ার্ধে বেন ইয়েদের, ফাব্রেগাস ও আলেকসান্দ্রার গলভিনের গোলে বড় জয় নিয়ে ফাইনালের টিকেট কাটে মোনাকো।

আগামী বুধবার প্যারিসে শিরোপা লড়াইয়ে নামবে মোনাকো ও পিএসজি।