রোমাঞ্চকর লড়াইয়ে ইউনাইটেডকে হারাল লিভারপুল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2021 03:18 AM BdST Updated: 14 May 2021 03:44 AM BdST
শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে লিভারপুল ঘুরে দাঁড়াল দারুণভাবে। নাটকীয় লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠল ইয়ুর্গেন ক্লপের দল। বাঁচিয়ে রাখল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা।
ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার রাতে ৪-২ গোলে জিতেছে গত আসরের চ্যাম্পিয়নরা। ব্রুনো ফের্নান্দেস ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন দিয়োগো জটা। রবের্তো ফিরমিনোর জোড়া গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর ব্যবধান কমান মার্কাস র্যাশফোর্ড। শেষ দিকে জালের দেখা পান মোহামেদ সালাহ।
গত জানুয়ারিতে অ্যানফিল্ডে দুই দলের প্রথম লড়াই গোলশূন্য ড্র হয়েছিল। সেখানে এবার একরকম গোলের বন্যা বয়ে গেল।
অজেয় যাত্রা থামার পর লিগে টানা দুই ম্যাচে হারের স্বাদ পেল ইউনাইটেড। গত রাউন্ডে লেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে হেরেছিল উলে গুনার সুলশারের দল। তাতে নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটির শিরোপা।
ম্যাচটি হওয়ার কথা ছিল মূলত গত ২ মে। কিন্তু খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে মাঠে ঢুকে ক্লাবের মালিকপক্ষ গ্লেজার্স পরিবারের বিরুদ্ধে ইউনাইটেড সমর্থকদের বিক্ষোভের পর স্থগিত করে দেওয়া হয় ম্যাচটি। নতুন সূচিতে ম্যাচ শুরুর আগেও স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ করে সমর্থকরা। তবে এ দিন ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

২৭তম মিনিটে লিভারপুলকে পেনাল্টি দেন রেফারি। কিন্তু ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত। এর ছয় মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে জটার শট এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান গোলরক্ষক ডিন হেন্ডারসন।
ওই কর্নার থেকেই সমতায় ফেরে সফরকারীরা। বল ক্লিয়ার করতে পারেনি ইউনাইটেডের ডিফেন্ডাররা। ফিলিপসের পাসে ছয় গজ বক্সে জটার ব্যাকহিল ফ্লিক জাল খুঁজে নেয়।
প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় দলটি। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ফ্রি কিকে কাছ থেকে হেডে গোলটি করেন ফিরমিনো। গত ২৮ জানুয়ারির পর এই প্রথম লিগে জালের দেখা পেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
পরের গোলটির জন্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি তাকে। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের শট হেন্ডারসন ঠেকানোর পর ছয় গজ বক্সের মুখে বল পেয়ে জালে পাঠান ফিরমিনো।

এরপর প্রতিপক্ষের ওপর চাপ বাড়ায় ইউনাইটেড, কিন্তু গোল মেলেনি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন সালাহ। মাঝমাঠের কাছ থেকে বল নিয়ে এগিয়ে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোলরক্ষককে ফাঁকি দেন মিশরের এই ফরোয়ার্ড।
৩৫ ম্যাচে ১৭ জয় ও ৯ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৬০। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে নেমে গেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।
৩৬ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি তিনে, ২ পয়েন্ট কম নিয়ে চেলসি চারে আছে।
আগের শিরোপা জেতা ম্যানচেস্টার সিটির ৮০ পয়েন্ট।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ