ফাইনালে নিষিদ্ধ হয়ে ক্ষুব্ধ নেইমার

বদলি নেমে খেলেন মোটে মিনিট পাঁচেক। এর মধ্যেই প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে দেখেন হলুদ কার্ড। তাতে নেইমারকে নিষিদ্ধ থাকতে হবে ফরাসি কাপের ফাইনালে। ‘অযৌক্তিক’ এই নিষেধাজ্ঞা মেনে নিতে পারছেন না পিএসজির তারকা। পেছনে ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে বলে মনে করছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2021, 02:03 PM
Updated : 13 May 2021, 02:03 PM

প্রতিযোগিতাটির সেমি-ফাইনালে বুধবার রাতে নির্ধারিত সময়ে ২-২ সমতার পর টাইব্রেকারে মোঁপেলিয়েকে ৬-৫ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পিএসজি।

মোঁপেলিয়ের অ্যান্ডি ডেলর্ট ২-২ সমতা ফেরানোর তিন মিনিট পর ৮৬তম মিনিটে নেইমারকে মাঠে নামান পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো। নির্ধারিত সময়ের শেষ মিনিটে প্রতিপক্ষ মিডফিল্ডার সাভানিয়েরকে ফাউল করায় তাকে হলুদ কার্ড দেখান রেফারি।

পরে ইন্সটাগ্রামে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

“আমি পাঁচ মিনিট খেলেছি, একটি ফাউল করেছি এবং তিনি (রেফারি) এমনকি কোনো কিছু না ভেবেই আমাকে হলুদ কার্ড দিয়েছেন।”

“ফাইনালে আমাকে নিষিদ্ধ করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি মনে করি, এটা ব্যক্তিগত কোনো কারণ।”

চতুর্থ স্তরের দল হৃহিমিয়ি-ভালিয়েয়া ও লিগ ওয়ানের ক্লাব মোনাকোর মধ্যে বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে পিএসজি।

প্যারিসের দলটির জন্য মৌসুমটা ভালো কাটছে না। বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকে। লিলের কাছে হাতছাড়া হতে বসেছে লিগ শিরোপা।