ইউরোয় ফন ডাইককে পাচ্ছে না নেদারল্যান্ডস

আসছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অধিনায়ক ভার্জিল ফন ডাইককে পাচ্ছে না নেদারল্যান্ডস। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন লিভারপুলের এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2021, 03:43 PM
Updated : 12 May 2021, 03:43 PM

গত অক্টোবরের মাঝামাঝি প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের ট্যাকলে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ফন ডাইক। পরদিন তার হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানায় লিভারপুল। পরে করানো হয় অস্ত্রোপচার। এখনও সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন তিনি।  

ক্লাবের ওয়েবসাইটে বুধবার ইউরোতে না খেলার কথা জানান ২৯ বছর বয়সী এই ফুটবলার।

“আমার মনে হচ্ছে, শারীরিক দিক থেকে ইউরোতে না খেলার সিদ্ধান্তই আমার জন্য সঠিক। মৌসুমের ফাঁকা সময়ে আমার পুনর্বাসনের শেষ ধাপ চালিয়ে যাব।”

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এক বছর পিছিয়ে যাওয়া প্রতিযোগিতাটি শুরু হবে আগামী ১১ জুন, চলবে ১১ জুলাই পর্যন্ত।

প্রতিযোগিতাটিতে ‘সি’ গ্রুপে ডাচদের প্রতিপক্ষ তিন দল হলো-অস্ট্রিয়া, নর্থ মেসিডোনিয়া ও ইউক্রেন।

ফন ডাইকসহ লিভারপুলের বেশ কয়েকজন এই মৌসুমে চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন। যা বেশ ভুগিয়েছে দলটিকে। গতবারের লিগ চ্যাম্পিয়নরা এখন আছে টেবিলের ষষ্ঠ স্থানে। লড়ছে শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে।

ডন ডাইকের লক্ষ্য এখন দলটির হয়ে আগামী প্রাক-মৌসুমে মাঠে ফেরা।