ঈদের ছুটিতে জামালরা, বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পে বিরতি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 May 2021 03:45 PM BdST Updated: 12 May 2021 03:45 PM BdST
-
ফাইল ছবি
সবেই বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফুটবলাররা। অনুশীলন যা ছিল, হোটেলেই হয়েছে। তবে মাঠের অনুশীলন না থাকায় এবং বিশেষ করে খেলোয়াড়রা পরিবারের সঙ্গে ঈদ-উল ফিতর উদযাপন করতে চাওয়ায় ‘শর্তসহ’ তাদের ছুটি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই আগামী জুনে কাতারে শুরু হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার ক্যাম্পে যোগ দিয়েছিলেন জামাল-রানারা।
আগামী বৃহস্পতিবার বা শুক্রবার হতে পারে ঈদ। এ উপলক্ষে খেলোয়াড়রা চাওয়া ছিল পরিবারের সঙ্গে সময় কাটানো। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় সব নির্দেশনা দিয়ে খেলোয়াড়দের ছুটি দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
“মূলত খেলোয়াড়রা চেয়েছে ঈদটা তাদের পরিবার-পরিজনের সঙ্গে কাটাতে। যেহেতু এখন মাঠের অনুশীলন নেই। হোটেলেই তারা প্রস্তুতি নিচ্ছে, তাদের চাওয়া অনুযায়ী আমরা আপাতত ক্যাম্প বন্ধ করেছি।”
“ঈদ করতে খেলোয়াড়রা যেখানেই থাকুক না কেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে নিরাপদে থাকার এবং জনসামগম এড়িয়ে চলার।”
ছুটি কাটিয়ে আগামী ১৬ মে ক্যাম্পে খেলোয়াড়রা ফিরবেন বলে জানালেন জাতীয় দলের টিম ম্যানেজার ইকবাল হোসেন।
“ঈদের পর ১৬ তারিখে ছেলেরা সবাই ক্যাম্পে ফিরবে। তখন তাদের কভিড-১৯ পরীক্ষা করা হবে এবং সেই রিপোর্ট পাওয়ার পর পুরোদমে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি শুরু করব আমরা।”
বাছাইয়ের ক্যাম্প উপলক্ষে গত সোমবার ঢাকায় ফিরে সরকারের নির্দেশনা অনুযায়ী পাঁচ দিনের কোয়ারেন্টিনে আছেন কোচ জেমি ডে।
সূচি অনুযায়ী কাতারে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুনে ভারতের বিপক্ষে এবং ১৫ জুনে ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- হারুনকে সংসদে ‘বাধা দেবেন’ রাঙ্গাঁ
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি