শেখ জামালকে হারিয়ে ব্যর্থতার বৃত্ত ভাঙল আরামবাগ

দুই মিনিটের মধ্যে রক্ষণ ও গোলরক্ষকের ভুলে দুই গোল হজম করল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। খেই হারিয়ে ম্যাচ থেকেও গেল ছিটকে। প্রিমিয়ার লিগে ব্যর্থতার বৃত্ত ভেঙে প্রথম জয় তুলে নিল আরামবাগ ক্রীড়া সংঘ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2021, 12:18 PM
Updated : 11 May 2021, 05:41 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ৩-১ গোলে জিতেছে আরামবাগ। এই হারে ২০১৪-১৪ মৌসুমের পর লিগ শিরোপা পুনরুদ্ধারের আশা মলিন হয়ে গেল শেখ জামালের।

প্রথম লেগে শেখ জামালের বিপক্ষে ৬-০ ব্যবধানে হেরেছিল আরামবাগ।

১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শফিকুল ইসলাম মানিকের দল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী লিমিটেড। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের পয়েন্ট ৪৩। ৫ পয়েন্ট নিয়ে তলানিতেই আছে আরামবাগ।

টানা তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে নামা শেখ জামালের শুরুটা ছিল আশা জাগানিয়া। পঞ্চদশ মিনিটে মনির হোসেনের লং পাস বুক দিয়ে নামিয়ে ডান পায়ের দারুণ সাইড ভলিতে দলকে এগিয়ে নেন ওমর জোবে।

গাম্বিয়ান ফরোয়ার্ড জোবের লিগ গোল হলো ১৩টি। সমান গোল আছে বসুন্ধরা কিংসের রাউল অস্কার বেসেরার। ১৬ গোল নিয়ে গোলদাতার তালিকায় শীর্ষে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দি সিলভা রবিনিয়ো।

প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফিরে আরামবাগ। প্রায় ৩০ গজ দূর থেকে দৃষ্টিনন্দন ফ্রি কিকে জাল খুঁজে নেন উজবেকিস্তানের ফরোয়ার্ড ইসলমজন আব্দুকাদিরভ। বলের লাইনে লাফিয়ে উঠলেও আটকাতে পারেননি জিয়াউর রহমান।

দ্বিতীয়ার্ধে দুই মিনিটে দুই গোল খেয়ে কোণঠাসা হয়ে পড়ে শেখ জামাল। ৫৪তম মিনিটের থ্রো ইন হেডে ক্লিয়ার করতে চেয়েছিলেন মুনির হোসেন, কিন্তু বল তার কাঁধে লেগে পেছনে চলে যায়; হেডেই সুযোগ কাজে লাগান মোহাম্মদ ওমর ফারুক।

৫৬ মিনিটে দুই ডিফেন্ডার পাহারায় থাকলেও আব্দুকাদিরভকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন জিয়া। গোলরক্ষককে কাটিয়ে উজবেকিস্তানের ফরোয়ার্ড কাটব্যাক করেন আর বল পেয়ে অনায়াসে ফাঁকা জালে পাঠান নিহাদ জামান উচ্ছ্বাস।

খেই হারানো শেখ জামাল ঘুরে দাঁড়াতে ৮৬তম মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিল। কিন্তু জাহিদের ফ্রি কিকে রেজাউল করিমের হেড ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে আটকান গোলরক্ষক আবুল কাশেম মিলন। বাকিটা সময় নির্বিঘ্নে পার করে দারুণ জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে আরামবাগ।