২০২৩ পর্যন্ত ভিসেল কোবেতে ইনিয়েস্তা

ভিসেল কোবের সঙ্গে দুই বছর চুক্তির মেয়াদ বাড়িয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৩ সাল পর্যন্ত জাপানের দলটিতে থাকবেন বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2021, 09:19 AM
Updated : 11 May 2021, 09:19 AM

স্পেনের বিশ্বকাপ জয়ী এই তারকা মঙ্গলবার ৩৭ বছরে পা দিয়েছেন। এ দিন সংবাদ সম্মেলনে তিনি নিজেই জানান নতুন চুক্তির কথা। তার ক্লাবও বিবৃতিতে নিশ্চিত করেছে বিষয়টি।

ক্যারিয়ারের শুরু থেকে বার্সেলোনায় খেলে ২০১৮ সালে ভিসেল কোবেতে যোগ দেন ইনিয়েস্তা। জে লিগের দলটি গত বছর ইম্পেরর কাপে জেতে নিজেদের প্রথম শিরোপা। পাশাপাশি তাদের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ২০২০ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে জায়গা করে নেয় তারা।

চুক্তির মেয়াদ বাড়িয়ে রোমাঞ্চিত স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ী ফুটবলার ইনিয়েস্তা।

“তিন বছর আগে যে আবেগ ও তাড়না অনুভব করেছিলাম, ঠিক একইভাবে নতুন এই চ্যালেঞ্জ নিচ্ছি। আগামী দুই বছর এই প্রকল্পের সঙ্গে জড়িত থাকব ভেবে আমি রোমাঞ্চিত।”