ব্রাদার্সের টানা পঞ্চম হার

মুড়ি-মুড়কির মতো গোল হজম করে হেরেই চলেছে ব্রাদার্স ইউনিয়ন। প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে এবার তারা হেরেছে উত্তর বারিধারার বিপক্ষে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2021, 12:20 PM
Updated : 10 May 2021, 01:02 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার ৩-০ গোলে জেতে উত্তর বারিধারা। মিশরের ফরোয়ার্ড মোস্তফা কাহরাবা দুটি এবং সুজন বিশ্বাস একটি গোল করেন।

ব্রাদার্সের হারের ব্যবধান আরও বড় হতে পারত। উত্তর বারিধারার পাপন সিংয়ের দুটি শট পোস্টে লেগে ফিরে। ওয়ান-অন-ওয়ান পজিশনে গোলের একটি ভালো সুযোগ নষ্ট করেন সুজনও।

এ নিয়ে সবশেষ তিন ম্যাচে ১৩ গোল হজম করল ব্রাদার্স। আবাহনী লিমিটেডের কাছে ৫-২ গোলে হারের পর বসুন্ধরা কিংসের বিপক্ষে ৫-১ ব্যবধানে হেরেছিল তারা।

প্রথম লেগে ব্রাদার্সের বিপক্ষে ৩-৩ ড্র করা উত্তর বারিধারা এ জয়ে ১৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে এসেছে। ১৬ ম্যাচে ত্রয়োদশ হারের তেতো স্বাদ পাওয়া ব্রাদার্স ৫ পয়েন্ট নিয়ে আছে অবনমন অঞ্চলে।

চতুর্দশ মিনিটে সুমন রেজার ছোট পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে প্লেসিং শটে উত্তর বারিধারাকে এগিয়ে নেন মিশরের ফরোয়ার্ড মোস্তফা।

বাইলাইন থেকে ৬১তম মিনিটে মোস্তফার কাটব্যকে পাপনের শট পোস্টে লেগে ফিরে। পরের মিনিটেই রেজার পাস ধরে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে কাছের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন কাহরাবা।

৬৮তম মিনিটে আবারও দুর্ভাগ্যের শিকার পাপন। ডি-বক্সের ভেতর থেকে এই মিডফিল্ডারের শট দূরের পোস্টে প্রতিহত হয়।

৭৭তম মিনিটে বাইলাইনের একটু উপর থেকে রেজার ক্রসে হেডে ম্যাচের তৃতীয় গোলটি করেন সুজন। উত্তর বারিধারার দ্বিতীয় লেগে প্রথম এবং সব মিলিয়ে দ্বিতীয় জয় নিশ্চিত হয়ে যায় অনেকটাই।

শেষ দিকে গোলরক্ষক জাফর সরদারকে ওয়ান-অন-ওয়ান পজিশনে পেয়েও লক্ষ্যে শট রাখতে পারেননি সুজন। তাতে অবশ্য টানা তিন হারের পর উত্তর বারিধারার জয়ের ফেরার আনন্দে ভাটা পড়েনি।