আমরা ভালো খেলতে পারিনি: পচেত্তিনো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2021 05:27 PM BdST Updated: 10 May 2021 05:27 PM BdST
-
পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো
লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনা উজ্জ্বল রাখতে জয়ের বিকল্প ছিল না। কিন্তু রেনের বিপক্ষে পয়েন্ট হারিয়ে পিএসজির জন্য কাজটা হয়ে গেছে আরও কঠিন। এজন্য কেবল নিজেদেরই দুষছেন দলটির কোচ মাওরিসিও পচেত্তিনো।
প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ১-১ ড্র করে পিএসজি। প্রথমার্ধে পেনাল্টি থেকে শিরোপাধারীদের এগিয়ে নেন নেইমার। বিরতির পর সেহু গিহার্সি সমতা ফেরালে জয় হাতছাড়া হয় সফরকারীদের।
৩৬ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিল। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে পিএসজি। শিরোপা জিততে শেষ দুই ম্যাচে লিলের দরকার আর ৪ পয়েন্ট।
ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন বছরের শুরুতে প্যারিসের দলটির দায়িত্ব নেওয়া পচেত্তিনো।
“খুব কঠিন ম্যাচ ছিল এটা। আমি মনে করি, শেষ পর্যন্ত ড্র হওয়াটাই ছিল ন্যায্য ফল। লড়াইটা ছিল সমানে সমান। জয়ের জন্য আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি, রেন ভালো খেলেছে। আমরা সবাই হতাশ, কারণ এই ম্যাচটি অবশ্যই জিততে হতো। যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবে আমরা পারিনি।”
গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার থেকে বিদায় নেয় পিএসজি। এবার হাতছাড়া হতে বসেছে লিগ শিরোপা। তবে আশা হারাচ্ছেন না পচেত্তিনো।
আগামী বুধবার ফরাসি কাপের সেমি-ফাইনালে মোঁপেলিয়ের বিপক্ষে খেলবে পিএসজি। কোচের মনোযোগ আপাতত সেদিকে।
“আমরা লড়াই চালিয়ে যাব। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত থাকা সবসময়ই আমাদের দায়িত্ব ও কর্তব্য।”
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
-
স্পেনের উইলিয়ামস এখন ঘানার
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর