বুন্ডেসলিগায় টানা নবম শিরোপা বায়ার্নের

বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে হেরে গেল লাইপজিগ। তাতে বুন্ডেসলিগায় টানা নবমবারের মতো চ্যাম্পিয়ন হলো বায়ার্ন মিউনিখ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2021, 03:48 PM
Updated : 8 May 2021, 04:55 PM

দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগ শনিবার ৩-২ গোলে হারায় মাঠে না নেমেই শিরোপা নিশ্চিত হয়ে যায় বায়ার্নের। প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নদের এটি ৩১তম শিরোপা।

লাইপজিগের বিপক্ষে সপ্তম মিনিটেই ডর্টমুন্ডকে এগিয়ে নেন মার্কো রয়েস। বাকি চার গোল হয় দ্বিতীয়ার্ধে। ৫১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেডন স্যানচো।

এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ৬৩তম মিনিটে লুকাস ক্লোস্টামান ও ৭৭তম মিনিটে দানি ওলমোর গোলে সমতায় ফেরে তারা।

ড্রয়ের পথেই এগোচ্ছিল ম্যাচ। তবে নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দেন স্যানচো।

তিন ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতল বায়ার্ন। এ দিনই ঘরের মাঠে বরুশিয়া মনশেনগ্লাডবাখের মুখোমুখি হবে হান্স ফ্লিকের দল। 

৩১ ম্যাচে বায়ার্নে পয়েন্ট ৭১। এক ম্যাচ বেশি খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লাইপজিগ।

এই মৌসুমে লিগ শিরোপা ধরে রাখলেও চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপে তা সম্ভব হয়নি বায়ার্নের। গত জানুয়ারিতে দ্বিতীয় সারির দল হোল্সটাইন কিলের বিপক্ষে হেরে জার্মান কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় তারা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে শিরোপাধারীদের বিদায় করে দেয় পিএসজি।

মৌসুম শেষে বায়ার্ন ছাড়ার ঘোষণা আগেই দিয়েছেন ফ্লিক। শেষটা শিরোপা জিতেই রাঙালেন এই জার্মান কোচ। তার কোচিংয়ে গত মৌসুমে ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে বছরের ছয় শিরোপাই জিতেছিল বায়ার্ন।