রাকিবের নৈপুণ্যে চট্টগ্রাম আবাহনীর রোমাঞ্চকর জয়

জোড়া গোল করলেন, করালেনও। ম্যাচ জুড়েই আলো ছড়ালেন রাকিব হোসেন। তরুণ এই মিডফিল্ডারের নৈপুণ্যে ৭ গোলের ম্যাচে সাইফ স্পোর্টিংকে উড়িয়ে দিল চট্টগ্রাম আবাহনী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2021, 03:20 PM
Updated : 8 May 2021, 03:28 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ৫-২ গোলে জিতেছে চট্টগ্রাম আবাহনী। দলের জয়ে বাকি তিন গোল নিক্সন গুইলের্মে, চার্লস দিদিয়ের ও মান্নাফ রাব্বীর।

লিগে সপ্তম জয় পাওয়া চট্টগ্রাম আবাহনী ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। দ্বিতীয় লেগে এ নিয়ে তিন ম্যাচ জয়হীন থাকা সাইফ স্পোর্টিং ২৩ পয়েন্ট নিয়ে নেমে গেছে সপ্তম স্থানে।

অষ্টাদশ মিনিটে রক্ষণের ‍দুর্বলতায় গোল হজম করে সাইফ স্পোর্টিং। গুইলের্মে ডি-বক্সে ঢুকে ভারসাম্য হারিয়ে ঠিকঠাক শট নিতে পারেননি। সামনে থাকা দুই ডিফেন্ডারও পারেনি বল ক্লিয়ার করতে। ফাঁকায় থাকা রাকিব কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন।

২৭তম মিনিটে ইয়াসিন আরাফাতের ক্রস নাসিরুলের হাতে লাগলে পেনাল্টি পায় সাইফ স্পোর্টিং। বলের লাইনে ঝাঁপিয়ে পড়েও জন ওকোলির জোরালো স্পট কিক আটকাতে পারেননি চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক মোহাম্মদ নাইম।

দ্বিতীয়ার্ধের শুরুতে দুই মিনিটের মধ্যে দুই গোল হজম করে কোণঠাসা হয়ে পড়ে সাইফ স্পোর্টিং। ৪৭তম মিনিটে নাজির ইসলামের থ্রু পাস ধরে ক্রস মতো বাড়ান রাকিব; বল বাঁক খেয়ে জালে খুঁজে নেয়। লিগে ১৭ বছর বয়সী এই মিডফিল্ডারের গোল হলো ৫টি।

এরপর দিদিয়েরের তুলে দেওয়া বল বুক দিয়ে নামিয়ে নিখুঁত শটে স্কোরলাইন ৩-১ গুইলের্মো। প্রথম লেগে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের একমাত্র গোলে সাইফ স্পোর্টিংকে হারিয়েছিল চট্টগ্রাম আবাহনী।

৬৪তম মিনিটে চিনেডু ম্যাথিউয়ের ক্রসে রাকিব হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করার পর তার পেছনে থাকা দিদিয়ের নিখুঁত কোনাকুনি শটে ব্যবধান আরও বাড়ান।

চার মিনিট পর কর্নার থেকে হেডে সাইফ স্পোর্টিংকে ম্যাচে ফেরান ওকোলি। খানিক পর এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের আরেকটি হেড অল্পের জন্য বাইরে দিয়ে যায়।

৭৭তম মিনিটে গুইলের্মের বাইসাইকেল কিক পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৮২তম মিনিটে ডান দিকে দিয়ে এক ছুটে ডি-বক্সে ঢুকে পড়া রাকিবকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন পাপ্পু হোসেন। রাকিবের আড়াআড়ি পাস থেকে ফাঁকা পোস্টে অনায়াসে লক্ষ্যভেদ করেন রাব্বী।  জয় নিশ্চিত হয়ে যায় মারুফুল হকের দলের।

দিনের আরেক ম্যাচে কৌলিদিয়াতির একমাত্র গোলে জেতা মোহামেডান ১৫ ম্যাচে ৮ জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। দুই লেগ মিলিয়ে পঞ্চম হারের স্বাদ পাওয়া শেখ রাসেল ২৬ পয়েন্ট নিয়ে নেমে গেছে পঞ্চম স্থানে।