রামোসের ‘মৌসুম শেষ’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2021 05:36 PM BdST Updated: 08 May 2021 06:31 PM BdST
রিয়াল মাদ্রিদে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ফের চোট পেলেন সের্হিও রামোস। আবার মাঠের বাইরে চলে যাওয়ায় এই ডিফেন্ডারের মৌসুম শেষ হয়ে যাওয়ার শঙ্কা জেগেছে।
এক বিবৃতিতে শনিবার অধিনায়কের বাঁ পায়ের পেশির চোটের বিষয়টি জানায় রিয়াল। চোট থেকে ৩৫ বছর বয়সী ফুটবলারের সেরে উঠতে কতদিন লাগতে পারে, তা জানানো হয়নি।
গত বুধবার চেলসির বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়া ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন রামোস। এই ম্যাচ দিয়েই এক মাসেরও বেশি সময় পর ফিরেছিলেন তিনি।
চলতি মৌসুমের শুরু থেকে চোট খুব ভোগাচ্ছে রামোসকে। গত জানুয়ারিতে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে হেরে যাওয়া স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে ব্যথা নিয়েই খেলেছিলেন রামোস। এরপর প্রায় দুই মাস পর ১৩ মার্চ ফিরেছিলেন মাঠে।
এর কিছু দিন পর আবার চোট পান। সেটা থেকে ফিরে খেললেন চেলসির বিপক্ষে। আগামী রোববার সেভিয়ার বিপক্ষে অনিশ্চিত রামোস, মৌসুমের বাকি থাকা পরের তিন ম্যাচেও তার খেলা নিয়ে সংশয় আছে।
নতুন করে চুক্তি না হলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি রিয়ালের হয়ে রামোসের শেষ ম্যাচ হয়ে থাকতে পারে। আগামী ৩০ জুন শেষ হবে ইউরোপের সফলতম দলটির সঙ্গে রামোসের চুক্তির মেয়াদ। চুক্তি নবায়নের বিষয়টি ঝুলে আছে এখনও।
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ২ পয়েন্টে পিছিয়ে রিয়াল। লিগে আর বাকি চার রাউন্ডের খেলা। ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনা ও রিয়ালের পয়েন্ট সমান ৭৪ করে, তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে দুইয়ে রিয়াল। সেভিয়ার পয়েন্ট ৭০।
-
সেরা কোচের দুই স্বীকৃতি পেলেন ক্লপ
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
-
টিভিতে আজ
-
গ্র্যান্ড স্ল্যামে ফিরেই জোকোভিচের দারুণ জয়
-
মোহনবাগানের জয়ে স্বপ্নভঙ্গ কিংসের
-
শরনার্থীদের সাহায্যে নিলামে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বল
-
এখন এমবাপেকে নিয়ে কথা বলার সময় নয়: বেনজেমা
-
‘কাজ এখনও শেষ হয়নি’ রিয়াল ম্যাচের আগে সালাহ
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ