বার্সেলোনার সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি টেনে গত সেপ্টেম্বরে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন সুয়ারেস। লা লিগায় শনিবার মুখোমুখি হবে তার সাবেক ও বর্তমান দল।
৩৪ বছর বয়সী এই ফুটবলারের কাম্প নউ ছাড়ার অভিজ্ঞতা মোটেই ভালো ছিল না। গত অগাস্টে কুমান বার্সেলোনার কোচের দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই সুয়ারেসকে ফোন করে জানিয়ে দেন, দলের ভবিষ্যৎ পরিকল্পনায় নেই তিনি।
যেকোনো মূল্যে কাম্প নউয়ে থাকতে চেয়েছিলেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড। এমনকি দলের প্রয়োজনে বদলি হিসেবে খেলতেও তার আপত্তি ছিল না। কিন্তু চুক্তির এক বছর বাকি থাকতে বাধ্য হয়ে তাকে ক্লাব ছাড়তে হয়।
গত নভেম্বরেই সাবেক দলের বিপক্ষে দেখা হতে পারতো সুয়ারেসের। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ঘরের মাঠে আতলেতিকোর ১-০ গোলে জয়ের সেই ম্যাচে খেলা হয়নি তার। ফিরতি লড়াইয়ের আগের দিন কুমানের সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবে উঠল সুয়ারেস প্রসঙ্গ।
“বিষয়টা (কাম্প নউয়ে ভিন্ন জার্সিতে সুয়ারেস) তার নিজের এবং আমাদের দলের খেলোয়াড়দের জন্য হবে অদ্ভুত। তবে আমরা সবাই পেশাদার এবং প্রত্যেকেই তার দলের জন্য সর্বোচ্চটা উজাড় করে দেবে।”
"ওদের কীভাবে আটকানো যায়, তা নিয়ে আমাদের ভাবতে হবে। আমাদের ভালো খেলতে হবে, কারণ ওদের রক্ষণ বেশ শক্ত। সুযোগ তৈরি করতে আমাদের সেরাটা দিতে হবে।”
বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান।
বার্সেলোনা-আতলেতিকো লড়াইকে অনেকেই দেখছেন শিরোপা নির্ধারণী হিসেবে। তবে কদিন আগে কাতালান দলটির সহকারী কোচ আলফ্রেড স্রোডার বলেন, এই ম্যাচে শিরোপা নিষ্পত্তি হবে বলে মনে করেন না তিনি। তার সঙ্গে সুর মেলালেন কুমানও।
“আমি মনে করি না এই ম্যাচের ফল শিরোপা নির্ধারণ করে দেবে। এরপর আরও তিনটি ম্যাচ বাকি থাকবে। তবে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ।"
“চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের প্রতিটা ম্যাচ জিততে হবে। আমি নিশ্চিত, যদি আমরা প্রতিটা ম্যাচ জিততে পারি, তাহলে আমরাই চ্যাম্পিয়ন হব।”