ফাতির হাঁটুতে আবার অস্ত্রোপচার

অস্ত্রোপচারের পর অনেকটা সময় পেরিয়ে গেলেও সেরে উঠছিলেন না আনসু ফাতি। ছয় মাসের ব্যবধানে বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ডের হাঁটুতে আবার অস্ত্রোপচার করানো হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2021, 09:26 AM
Updated : 7 May 2021, 09:26 AM

এক বিবৃতিতে বৃহস্পতিবার তার বাঁ হাটুতে অস্ত্রোপচারের বিষয়টি জানায় বার্সেলোনা। ১৮ বছর বয়সী এই ফুটবলার কবে নাগাদ মাঠে ফিরতে পারেন, তা জানানো হয়নি।

হাঁটুর অবস্থা পরীক্ষার জন্য সম্প্রতি পর্তুগালে যান ফাতি। সেখানেই বার্সেলোনা মেডিকেল সদস্যদের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করেন ডা. জোসে কার্লোস নরোনিয়া।

গত নভেম্বরের শুরুর দিকে ফাতির হাঁটুতে প্রথম অস্ত্রোপচার হয়। সেরে উঠে মাঠে ফিরতে তার চার মাসের মতো সময় লাগতে পারে বলে সেই সময় জানানো হয়েছিল। নতুন অস্ত্রোপচারে আগামী মৌসুমের আগে আর ফেরার তেমন সম্ভাবনা নেই ফাতির।

ছিটকে যাওয়ার আগে এ মৌসুমে বার্সেলোনার হয়ে ১০ ম্যাচ খেলেন ফাতি; সাতটি লা লিগায়, তিনটি চ্যাম্পিয়ন্স লিগে। পাঁচ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান দুটি।