পরিসংখ্যানে রিয়াল-চেলসি ম্যাচ

রেকর্ড ১৩ বারের ইউরোপ চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে চেলসি। প্রথম কোচ হিসেবে ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় দুটি ভিন্ন ক্লাবের হয়ে টানা দুবার ফাইনালে উঠেছেন টমাস টুখেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2021, 01:47 PM
Updated : 6 May 2021, 01:48 PM

সেমি-ফাইনালের ফিরতি লেগে বুধবার টিমো ভেরনার ও ম্যাসন মাউন্টের গোলে রিয়াল মাদ্রিদকে ২-০ ব্যবধানে হারায় ২০১১-১২ আসরের চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানের অগ্রগামিতায় ফাইনালের মঞ্চে পা রাখে টুখেলের দল।

স্ট্যামফোর্ড ব্রিজের এই ম্যাচ পরিসংখ্যানের পাতায় যোগ করেছে বেশ কিছু তথ্য-উপাত্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।

>> এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল চেলসি। এর আগে তারা এই মঞ্চে পা রেখেছিল ২০০৮ ও ২০১২ সালে। চ্যাম্পিয়ন্স লিগ যুগে ইংলিশ দল হিসেবে তাদের চেয়ে বেশিবার ফাইনালে খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল, চারবার করে।

>> ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতার ইতিহাসে প্রথম কোচ হিসেবে দুটি ভিন্ন ক্লাবের হয়ে টানা দুইবার ফাইনালে উঠলেন টুখেল। ২০১৯-২০ মৌসুমে পিএসজিকে ফাইনালে তুলেছিলেন তিনি।

>> চেলসির বিপক্ষে জয় অধরাই রয়ে গেল রিয়ালের। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের ইতিহাসের যে দলগুলির বিপক্ষে কখনোই জেতেনি দলটি, তাদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে তারা চেলসির বিপক্ষেই। পাঁচ ম্যাচের দুটি ড্র, তিনটিতে হার।  কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষে উল্টো অভিজ্ঞতা আছে টুখেলের। কোনো হার ছাড়াই  সবচেয়ে বেশিবার স্প্যানিশ দলটির মুখোমুখি হয়েছেন তিনি। রিয়ালের বিপক্ষে ছয় ম্যাচে দুটি জয় টুখেলের, চারটি ড্র।

>> তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হতে যাচ্ছে দুটি ইংলিশ ক্লাবের মধ্যে। ২০০৮ সালে মুখোমুখি হয়েছিল চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড এবং ২০১৯ সালে লিভারপুল-টটেনহ্যাম হটস্পার।

>> এ নিয়ে অষ্টমবার একই দেশের দুই দল প্রতিযোগিতাটির ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। একই দেশের দুই দলের মুখোমুখি হওয়ার রেকর্ডটি যুগ্মভাবে স্পেনেরও; ২০০০ সালে রিয়াল মাদ্রিদ-ভালেন্সিয়া এবং ২০১৪ ও ২০১৬ সালে রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদ।

>> চ্যাম্পিয়ন্স লিগে চেলসির হয়ে ওপেন প্লে থেকে প্রথম গোল করলেন টিমো ভেরনার। এই প্রতিযোগিতায় ১৭ ম্যাচ পর তিনি পেলেন জালের দেখা। ২০১৯ সালের সেপ্টেম্বরে আগের গোলটি করেছিলেন লাইপজিগের হয়ে, বেনফিকার বিপক্ষে।

>> ওয়েইন রুনির পর (২১ বছর ১৮২ দিন বয়সে এসি মিলানের বিপক্ষে) দ্বিতীয় সর্বকনিষ্ঠ ইংলিশ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে গোল করলেন ম্যাসন মাউন্ট (২২ বছর ১৫ দিন)। ২০০৮ সালে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের পর প্রথম ইংলিশ হিসেবে এই পর্যায়ে চেলসির হয়ে গোল করলেন তিনি।

>> চ্যাম্পিয়ন্স লিগে দুই লেগের লড়াইয়ে ১৩ বারের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার হারলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। ২০১৯-২০ আসরে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম হেরেছিল তার দল।

>> চলতি আসরে আট ম্যাচ জাল অক্ষত রেখেছেন চেলসি গোলরক্ষক এদুয়াঁ মঁদি, চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে কোনো ইংলিশ ক্লাবের গোলরক্ষকের যা সর্বোচ্চ।

>> টুখেলের কোচিংয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচের ১৮ টিতে জাল অক্ষত রেখেছে (৭৫ শতাংশ) চেলসি। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কোচিংয়ে ৮৪ ম্যাচে ২৬টিতে (৩১ শতাংশ) জাল অক্ষত রেখেছিল দলটি।

>> রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইউভেন্তুসের পর ষষ্ঠ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছে চেলসি।

>> চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে নিজেদের সবশেষ ২৬ ম্যাচের ২৪টিতেই জালের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। পায়নি কেবল দুই ইংলিশ ক্লাব লিভারপুল ও চেলসির বিপক্ষে।