ঘুরে দাঁড়িয়ে জিতল শেখ জামাল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2021 11:37 PM BdST Updated: 05 May 2021 11:37 PM BdST
-
গোলের পর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবলারদের উল্লাস। ফাইল ছবি
শুরুতে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়াল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। উজ্জীবিত মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে তুলে নিল কাঙ্ক্ষিত জয়।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ২-১ গোলে জিতেছে শেখ জামাল। প্রিমিয়ার লিগের প্রথম পর্বের দেখায় মুক্তিযোদ্ধা সংসদকে একই ব্যবধানে হারিয়েছিল শফিকুল ইসলাম মানিকের দল।
১৪ ম্যাচে ৯ জয় ও পাঁচ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। তৃতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের পয়েন্ট ২৯।
গোছালো আক্রমণে অষ্টম মিনিটে শেখ জামালকে চমকে দেয় মুক্তিযোদ্ধা সংসদ। সতীর্থের লং পাস ধরে ডি-বক্সে ঢুকে পড়েন সারোয়ার জামান নিপু। গোলরক্ষক জিয়াউর রহমান পথ আগলে দাঁড়ালে নিপু নিঃস্বার্থ পাস বাড়ান ডান দিকে থাকা সোহেল রানার উদ্দেশে। ফাঁকা পোস্টে অনায়াসে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।
৩৫তম মিনিটে অনাকাঙ্ক্ষিত ঘটনায় উত্তেজনা ছড়ায়। নিপুকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন শেখ জামালের ফয়সাল আহমেদ। আর ফয়সালকে অকারণে লাথি মেরে সরাসরি লাল কার্ড দেখেন মুক্তিযোদ্ধা সংসদের মেহেদী হাসান উজ্জল।
প্রথমার্ধের যোগ করা সময়ে ওমর জোবের আড়াআড়ি ক্রসে জাহিদ হোসেনের টোকা পোস্টে লেগে ফিরলে পিছিয়ে থেকে বিরতিতে যায় শেখ জামাল।
দ্বিতীয়ার্ধে জেগে ওঠে শেখ জামাল। ৫০তম মিনিটে ভালিজনভ ওতাবেকের দারুণ গোলে সমতায় ফেরে ২০১৪-১৫ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। ডি-বক্সের বাইরে থেকে উজবেকিস্তানের এই ফরোয়ার্ডের ফ্রি কিক লাফিয়ে ওঠা মাহমুদুল হাসান প্রিতমের গ্লাভসকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
মুক্তিযোদ্ধা সংসদের রক্ষণে চাপ ধরে রেখে ৬২তম মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। শাকিল আহমেদের বাঁকানো কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন সুলাইমান সিল্লাহ। লিগে গাম্বিয়ার এই ফরোয়ার্ডের গোল হলো ৭টি।
৭১তম মিনিটে ইউসুকে কাতোর ভুল কাটব্যকে বল পেয়ে যান ওতাবেক। কিন্তু গোলরক্ষককে কাটিয়ে ঠিকঠাক শট নিতে পারেননি। বল পেয়ে যান পেছনে থাকা সুলেমান কিং। গাম্বিয়ার এই ফরোয়ার্ডের চিপ প্রিতমের গ্লাভস ছুঁয়ে ছুটছিল জালের দিকে। গোললাইনের একটু উপর থেকে মোহাম্মদ ইমন বিপদমুক্ত করেন।
৯০তম মিনিটে ইউসুকে কাতোর ফ্রি কিক ফিস্ট করে ব্যবধান ধরে রাখেন জিয়া।
হার দিয়ে দ্বিতীয় লেগ শুরু করা মুক্তিযোদ্ধা সংসদের ১৩ ম্যাচে পয়েন্ট ৯।
দিনের অন্য ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারানো চট্টগ্রাম আবাহনী ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে। সমান ম্যাচে ১৩তম হারের তেতো স্বাদ পাওয়া আরামবাগ ১ পয়েন্ট নিয়ে আছে তলানিতে।
সাইফ স্পোর্টিংকে ২-১ গোলে হারিয়ে ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাইফ স্পোর্টিং ২৩ পয়েন্ট নিয়ে নেমে গেছে ষষ্ঠ স্থানে।
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে