আরামবাগকে কষ্টে হারাল চট্টগ্রাম আবাহনী

ব্যর্থতার বৃত্ত থেকে কোনোভাবে বেরিয়ে আসতে পারছে না আরামবাগ ক্রীড়া সংঘ। হেরেই চলেছে একের পর এক। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে এবার চট্টগ্রাম আবাহনীর কাছে হেরেছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2021, 03:27 PM
Updated : 5 May 2021, 03:41 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার আরামবাগকে ১-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী। প্রথম লেগের দেখায় একই ব্যবধানে জিতেছিল বন্দরনগরীর দলটি।

প্রথমার্ধে আরামবাগের জমাট রক্ষণ ভাঙতে পারেনি চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয়ার্ধেও দুই দলের খেলায় ড্রয়ের সম্ভাবনাই জোরালো হচ্ছিল সময় গড়ানোর সঙ্গে সঙ্গে। ৭২তম মিনিটে চট্টগ্রাম আবাহনীর কৌশিক বড়ুয়া গোলরক্ষক বরাবর শট নেন।

অবশেষে ৭৯তম মিনিটে গোলের দেখা পায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কাছে হেরে দ্বিতীয় লেগ শুরু করা চট্টগ্রাম আবাহনী। বক্সের বেশ বাইরে থেকে চার্লস দিদিয়েরের ফ্রি কিক চোখের পলকে জাল খুঁজে নেয়।

৮৩তম মিনিটে দিদিয়েরের পেনাল্টি শট ক্রসবারে লেগে ফিরলে ব্যবধান দ্বিগুণ হয়নি। বক্সে রাহাত মিয়ার হাতে বল লাগলে পেনাল্টি পেয়েছিল চট্টগ্রাম আবাহনী।

অবশ্য প্রথম দফায় স্পট কিকে দিদিয়ের লক্ষ্যভেদ করেছিলেন। কিন্তু আগেই বক্সে খেলোয়াড় ঢুকে যাওয়ায় ফের পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত দেন রেফারি।

চার মিনিট পর মান্নাফ রাব্বীর ক্রসে বদলি নামা শাখাওয়াত হোসেন রনির ডাইভিং হেড পোস্টে লেগে ফিরলে আবারও গোলবঞ্চিত হয় চট্টগ্রাম আবাহনী।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নিহাত জামান উচ্ছ্বাসের ক্রসে উজবেকিস্তানের ফরোয়ার্ড ইসলমজন আব্দুকাদিরভের হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। সমতায় ফেরার সেরা সুযোগটি নষ্ট হয় আরামবাগের।

১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে ১৩তম হারের তেতো স্বাদ পাওয়া আরামবাগ ১ পয়েন্ট নিয়ে আছে তলানিতেই।

অন্য ম্যাচে সাইফ স্পোর্টিংকে ২-১ গোলে হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে শন লেনের দল। সাইফ স্পোর্টিং ২৩ পয়েন্ট নিয়ে নেমে গেছে ষষ্ঠ স্থানে।