এমবাপের অনুপস্থিতি কোনো অজুহাত নয়: পচেত্তিনো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2021 07:17 PM BdST Updated: 05 May 2021 08:08 PM BdST
-
পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও কোচ মাওরিসিও পচেত্তিনো। ফাইল ছবি
-
পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো।
-
ম্যানচেস্টারে হতাশাময় রাত কেটেছে নেইমারদের।
দলের বাঁচা-মরার লড়াইয়ে মাঠেই নামতে পারেননি কিলিয়ান এমবাপে। পিএসজিও পারেনি কঠিন বৈতরনী পার হতে। তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে নিজেদের ছিটকে পড়ার পেছনে ফরাসি তারকার অনুপস্থিতিকে অজুহাত হিসেবে দেখাচ্ছেন না পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো।
ঘরের মাঠে ২-১ গোলে হারায় ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির মাঠে কঠিন পথ পেরুতে হতো পিএসজিকে। মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে উল্টো তারা হেরে যায় ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে পিছিয়ে বিদায় নেয় গতবারের ফাইনালিস্টরা।
শেষ ষোলোয় বার্সেলোনা ও কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয়ের নায়ক এমবাপেকে না পাওয়াটা ছিল পিএসজির জন্য বিশাল এক ধাক্কা। কাম্প নউয়ে হ্যাটট্রিকের পর বায়ার্নের মাঠে তিনি করেছিলেন জোড়া গোল।
আসরে দ্বিতীয় সর্বোচ্চ আট গোল করা এমবাপে অবশ্য বেঞ্চে ছিলেন; কিন্তু যথেষ্ট ফিট না থাকায় কোনো ঝুঁকি নেননি কোচ। নেইমার-মাউরো ইকার্দিরাও ভাঙতে পারেনি সিটির জমাট রক্ষণ। লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি দলটি।
ম্যাচ শেষে সিটিকে অভিনন্দন জানিয়ে পচেত্তিনো বললেন, এমবাপের অনুপস্থিতি হারের কারণ হতে পারে না।
“তারা (ম্যানচেস্টার সিটি) ছিল নিখুঁত।…আমি ম্যানচেস্টার সিটিকে অভিনন্দন জানাই। দুর্দান্ত একটা মৌসুম কাটছে তাদের।”

ম্যানচেস্টারে হতাশাময় রাত কেটেছে নেইমারদের।
নেইমার-দি মারিয়ারা বারবার আক্রমণে উঠলেও প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না। লক্ষ্যহীন শট আর বক্সের মুখে বল হারিয়ে সুযোগ নষ্ট করছিল তারা। তারপরও, সবকিছু পরিকল্পনা মতো হয়েছে বলেই মনে করেন ২০১৯ সালে টটেনহ্যাম হটস্পারকে প্রতিযোগিতাটির ফাইনালে নেওয়া পচেত্তিনো।
“পরিকল্পনা মতোই আমরা খেলেছি। আমাদের শুরুটা খুবই ভালো ছিল, অনেকগুলো সুযোগ তৈরি এবং ম্যানচেস্টার সিটির ওপর আধিপত্য করছিলাম, যা সহজ নয়।”
“ফুটবলে কখনও কখনও ম্যাচের কোনো একটা সময় ভাগ্যের দরকার হয়। আমরা যখন চাপ ধরে রেখেছিলাম, তখনই লং পাসে গড়া আক্রমণে তারা গোল করে।”
ম্যাচের একাদশ মিনিটে রিয়াদ মাহরেজের গোলে পিছিয়ে পড়ার পরপরই সমতায় ফেরার দারুণ দুটি সুযোগ পেয়েছিল পিএসজি। কিন্তু মার্কিনিয়োসের হেড ক্রসবারে বাধা পাওয়ার পর লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন আনহেল দি মারিয়া।
ম্যাচের ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটিও করেন মাহরেজ। এর ছয় মিনিট পর মেজাজ হারিয়ে দি মারিয়া লাল কার্ড দেখলে কার্যত সব আশা শেষ হয়ে যায় পিএসজির।
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে