সাইফ স্পোর্টিংকে হারিয়ে মধুর প্রতিশোধ মোহামেডানের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2021 06:27 PM BdST Updated: 05 May 2021 08:21 PM BdST
-
গোলের পর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলারদের উদযাপন।
প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফিরতি লেগে এবার সাইফ স্পোর্টিংকে হারিয়েছে শন লেনের দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে মোহামেডান। প্রথম লেগে সাইফের কাছে একই ব্যবধানে হেরেছিল তারা। লিগে সেটা ছিল মোহামেডানের প্রথম হার।
১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান। সাইফ স্পোর্টিং ২৩ পয়েন্ট নিয়ে নেমে গেছে ষষ্ঠ স্থানে।
প্রথমার্ধে আক্রমণের চেয়ে বলের নিয়ন্ত্রণ রাখায় মনোযোগী ছিল দুই দল। প্রথম ভালো সুযোগটি সাইফ স্পোর্টিং পায় পঞ্চদশ মিনিটে। ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে গোলরক্ষক মোহাম্মদ সুজন ছুটে এসে পথ আগলে দাঁড়ানোর পর ইকেচুকে কেনেথের শট বাইরের জাল কাঁপায়।
২৪তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় মোহামেডান। কিন্তু সতীর্থের ক্রসে ছোট বক্সের মাঝামাঝি থেকে লক্ষ্যভ্রষ্ট হেডে হতাশ করেন ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়াসান।
৩৫তম মিনিটে কৌলিদিয়াতির কাছ থেকে বল কেড়ে নিয়ে ক্রসবারের উপর দিয়ে উড়িয়ে মারেন সাইফ স্পোর্টিংয়ের নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেতে পারত আক্রমণের ধার বাড়ানো মোহামেডান। হাবিবুর রহমান সোহাগের ক্রসে সুলেমানে দিয়াবাতের হেড গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে।
৫২তম মিনিটে গোলের অপেক্ষা ফুরায় মোহামেডানের। বাইলাইন থেকে দিয়াবাতের ক্রসে রাকিব খান ইভানের ফ্লিক গোলরক্ষক ফেরানোর পর ফিরতি শটে লক্ষ্যভেদ করেন ইয়াসান।
তিন মিনিট পর দিয়াবাতের শট ফিস্ট করে ব্যবধান দ্বিগুণ হতে দেননি পাপ্পু হোসেন। ৬৫তম মিনিটে ইয়াসানের শট জালে জড়ালেও দিয়াবাতে অফসাইডে থাকায় গোল হয়নি।
৬৯তম মিনিটে সমতার স্বস্তি ফিরে সাইফ স্পোর্টিং শিবিরে। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা জন ওকোলির পথ আগলে দাঁড়ান তিন ডিফেন্ডার। ওকোলির ছোট পাসে বদলি নামা মারাজ হোসেনের দূরপাল্লার শট চোখের পলকে জালে জড়ায়।
কিছুটা সময় ঢিমেতালে খেলা চলার পর ৮২তম মিনিটে ফের এগিয়ে যায় মোহামেডান। জাফর ইকবালের থ্রু পাস দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের কোনাকুনি শটে জয়সূচক গোলটি করেন দিয়াবাতে। লিগে মালির এই ফরোয়ার্ডের গোল হলো ১২টি।
আরামবাগ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় লেগ শুরু করা মোহামেডানের এটি সপ্তম জয়। আর রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ড্র করে দ্বিতীয় লেগ শুরু করা সাইফ স্পোর্টিংয়ের এটি পঞ্চম হার।
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- ইউক্রেইনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা