রিয়ালের বাঁচা-মরার লড়াইয়ে ফিরছেন রামোস

দলের খুব প্রয়োজনের সময় অধিনায়ককে ফিরে পেল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে সের্হিও রামোসকে নিয়ে দল ঘোষণা করেছেন কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2021, 10:46 AM
Updated : 4 May 2021, 10:54 AM

ইউরোপ সেরা প্রতিযোগিতায় সেমি-ফাইনালের ফিরতি লেগে বুধবার চেলসির মাঠে খেলবে রিয়াল। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।

গত মঙ্গলবার রিয়ালের মাঠে ১-১ ড্র করায় অ্যাওয়ে গোলের সুবাদে কিছুটা শক্ত অবস্থানে আছে চেলসি। চেনা আঙিনায় গোলশূন্য ড্র করলেই ফাইনালের টিকেট পাবে তারা।

চোটজর্জর দল নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ ভুগতে হয়েছে রিয়ালকে। কিছুদিন আগেও তাদের রক্ষণের কাজ চালাতে হচ্ছিল জোড়াতালি দিয়ে। অনেক সমস্যা আছে এখনও, তারপরও এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রামোস ফেরায় দলটির আত্মবিশ্বাস নিশ্চিতভাবেই বাড়বে।

স্প্যানিশ এই ডিফেন্ডারের ফেরার সম্ভাবনা ভালো ছিল গত শনিবার লা লিগায় ওসাসুনার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচেও। তার আগের দিন দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছিলেন তিনি। তবে ওই ম্যাচের স্কোয়াডেই ছিলেন না তিনি। অবশেষে অপেক্ষার শেষ হচ্ছে, সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ পর ম্যাচ খেলতে যাচ্ছেন রামোস।

চোট কাটিয়ে ফিরেছেন চলতি মৌসুমে জিদানের প্রথম পছন্দের লেফট-ব্যাক ফেরলঁদ মঁদিও। দলে প্রত্যাশিতভাবেই আছেন মাঝমাঠের কারিগর টনি ক্রুস। চোট কাটিয়ে ওসাসুনার বিপক্ষে স্কোয়াডে থাকলেও তাকে নিয়ে কোনো ঝুঁকি নেননি কোচ।

তবে আগের মতোই বাইরে আছেন দানি কারভাহাল। আর সবশেষ ম্যাচে পায়ে চোট পেয়ে ছিটকে গেছেন আরেক সেন্ট্রাল ডিফেন্ডার রাফায়েল ভারানেও।