অবামেয়াং-এলনেনির গোলে আর্সেনালের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া আর্সেনাল দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেয়েছে। দাপুটে ফুটবলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে মিকেল আর্তেতার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2021, 03:00 PM
Updated : 2 May 2021, 03:36 PM

প্রতিপক্ষের মাঠে স্থানীয় সময় রোববার বিকেলের ম্যাচটি ২-০ গোলে জিতেছে আর্সেনাল। মোহামেদ এলনেনি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান পিয়েরে-এমেরিক অবামেয়াং।

গত রাউন্ডে এভারটনের বিপক্ষে গোলরক্ষকের ভুলে ১-০ ব্যবধানে হেরেছিল আর্সেনাল। এর আগে ফুলহ্যামের সঙ্গে করেছিল ১-১ ড্র।

ইউরোপা লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে গত সপ্তাহে ভিয়ারিয়ালের মাঠে ২-১ গোলে হারে আর্সেনাল। আগামী বৃহস্পতিবার হবে ফিরতি লেগ। এর আগে লিগের এই জয় নিশ্চিতভাবে আত্মবিশ্বাস বাড়াবে আর্তেতার দলের।

শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা আর্সেনাল পঞ্চম মিনিটেই পায় সাফল্য। ডান দিক থেকে ডি-বক্সে সতীর্থের পাসে শট নিতে পারেননি অবামেয়াং। বল পেয়ে ডান পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন মিশরের মিডফিল্ডার এলনেনি।

৩০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল পেতে পার‍তেন তিনি। তার হেড গোললাইন থেকে ফেরান প্রতিপক্ষ ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে আর্সেনাল। ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অবামেয়াং। বাঁ দিক থেকে গাব্রিয়েল মার্তিনেলির ক্রসে কাছ থেকে দারুণ ভলিতে বল জালে পাঠান গ্যাবনের এই ফরোয়ার্ড।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে মার্তিনেলিকে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন দ্বিতীয়ার্ধে বদলি নামা স্বাগতিক ডিফেন্ডার ফাবিয়ান।

৩৪ ম্যাচে ১৪ জয় ও সাত ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠেছে আর্সেনাল। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে নিউক্যাসল ইউনাইটেড।