সবকিছু জয়ে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি জিদানের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 May 2021 05:38 PM BdST Updated: 02 May 2021 05:38 PM BdST
-
রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান
ওসাসুনার জমাট রক্ষণ ভেঙে দল পেয়েছে স্বস্তির জয়, শীর্ষে থাকা দলের সঙ্গে কমেছে ব্যবধান। কঠিন বাধা পেরুনোর পর আগের কথারই পুনরাবৃত্তি করলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। লা লিগা শিরোপা ধরে রাখার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তারা। চ্যাম্পিয়ন্স লিগ জয়েও সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিলেন ফরাসি কোচ।
নিজেদের মাঠে শনিবার রাতে দ্বিতীয়ার্ধের দুই গোলে ২-০ ব্যবধানে জেতে রিয়াল। এদের মিলিতাও দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান কাসেমিরো।
এর আগে দিনের অন্য ম্যাচে এলচের মাঠে ১-০ গোলে জিতে ৫ পয়েন্টে এগিয়ে গিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। ওসাসুনাকে হারিয়ে ব্যবধানটা আবারও ২ পয়েন্টে নামিয়ে আনে রিয়াল।
ম্যাচ শেষে জিদানের কণ্ঠে আবারও শোনা গেল, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়।
“গত কয়েকদিনে আমাদের পথচলায় অনেক কিছু ঘটেছে। আজ আমরা আরও তিন পয়েন্ট পেয়েছি এবং আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”
“আমি বলছি না যে আমরা সবকিছু (লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ) জিতব, তবে জেতার জন্য যা কিছু করতে পারি তা আমরা করব।”
৩৪ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে আতলেতিকো। ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। একটি করে ম্যাচ কম খেলা বার্সেলোনা ৭১ পয়েন্ট নিয়ে তিনে ও সেভিয়া ৭০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে।
চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগে আগামী বুধবার চেলসির মাঠে খেলবে রিয়াল। প্রথম লেগে ঘরের মাঠে ১-১ ড্র করে প্রতিযোগিতার রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা।
-
হালেপের বিদায়, ফাইনালে মুখোমুখি রিবাকিনা ও জাবের
-
আরও লম্বা সময়ের জন্য গোমেজকে পেয়ে খুশি ক্লপ
-
লেভানদোভস্কির ব্যাপারে বায়ার্নের 'হ্যাঁ’ শোনার আশায় বার্সা
-
যে কারণে রোনালদোকে দলে টানবে না বায়ার্ন
-
শৈশবের প্রিয় ক্লাবে এসে ক্রিস্টেনসেনের স্বপ্ন পূরণ
-
দুই ম্যাচের অবিশ্বাস্য স্কোরলাইন, ৯৫-০ ও ৯১-১!
-
শিরোপার আরও কাছে কিংস
-
আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক গোটসের আক্ষেপ
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- শাস্তি পেল বাংলাদেশ দল
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- ‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’