সবকিছু জয়ে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি জিদানের

ওসাসুনার জমাট রক্ষণ ভেঙে দল পেয়েছে স্বস্তির জয়, শীর্ষে থাকা দলের সঙ্গে কমেছে ব্যবধান। কঠিন বাধা পেরুনোর পর আগের কথারই পুনরাবৃত্তি করলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। লা লিগা শিরোপা ধরে রাখার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তারা। চ্যাম্পিয়ন্স লিগ জয়েও সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিলেন ফরাসি কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2021, 11:38 AM
Updated : 2 May 2021, 11:38 AM

নিজেদের মাঠে শনিবার রাতে দ্বিতীয়ার্ধের দুই গোলে ২-০ ব্যবধানে জেতে রিয়াল। এদের মিলিতাও দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান কাসেমিরো।

এর আগে দিনের অন্য ম্যাচে এলচের মাঠে ১-০ গোলে জিতে ৫ পয়েন্টে এগিয়ে গিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। ওসাসুনাকে হারিয়ে ব্যবধানটা আবারও ২ পয়েন্টে নামিয়ে আনে রিয়াল।

ম্যাচ শেষে জিদানের কণ্ঠে আবারও শোনা গেল, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়।

“গত কয়েকদিনে আমাদের পথচলায় অনেক কিছু ঘটেছে। আজ আমরা আরও তিন পয়েন্ট পেয়েছি এবং আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”

“আমি বলছি না যে আমরা সবকিছু (লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ) জিতব, তবে জেতার জন্য যা কিছু করতে পারি তা আমরা করব।”

৩৪ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে আতলেতিকো। ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। একটি করে ম্যাচ কম খেলা বার্সেলোনা ৭১ পয়েন্ট নিয়ে তিনে ও সেভিয়া ৭০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে।

চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগে আগামী বুধবার চেলসির মাঠে খেলবে রিয়াল। প্রথম লেগে ঘরের মাঠে ১-১ ড্র করে প্রতিযোগিতার রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা।