চট্টগ্রাম আবাহনীকে আবারও হারাল শেখ জামাল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2021 11:41 PM BdST Updated: 01 May 2021 11:41 PM BdST
-
গোলের পর শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের খেলোয়াড়দের উদযাপন।
দুই মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফিরলেও শেষ রক্ষা হয়নি চট্টগ্রাম আবাহনীর। প্রথম লেগের মতো তাদের আবারও হারিয়ে প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ শুরু করেছে শফিকুল ইসলাম মানিকের দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ৩-১ গোলে জেতা শেখ জামাল ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।
প্রথম লেগে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল লিগের ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ জামাল।
দুই দলই প্রথম লেগ শেষ করেছিল জয় দিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছিল শেখ জামাল। মুক্তিযোদ্ধা ক্রীড়া সংঘের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল চট্টগ্রাম আবাহনী।
শুরু থেকে রক্ষণ জমাট রেখে খেলতে থাকে চট্টগ্রামের দলটি। ২৪তম মিনিটে ডান দিক দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন সুলাইমান সিল্লাহ। কিন্তু দুই ডিফেন্ডার মানিক ও নাজিম ইসলামের বাঁধায় সুবিধা করতে পারেননি। একটু পরই সিল্লাহর চিপ ক্রসবারের উপর দিয়ে গেলে শেখ জামালের প্রথম ভালো সুযোগটি নষ্ট হয়।
আট মিনিট পর সিল্লাহর গোলে এগিয়ে যায় শেখ জামাল। ভালিজনভ ওতাবেকের লম্বা ক্রস বুক দিয়ে একটু এগিয়ে নিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন গাম্বিয়ান ফরোয়ার্ড।
৩০তম মিনিটে কেষ্ট কুমার বোসের লং বল নিয়ন্ত্রণে নিয়ে ওতাবেক আড়াআড়ি ক্রস বাড়ান ডান দিকে থাকা সিল্লাহকে। অনায়াসে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে ডিফেন্ডার রেজাউল করিমের ভুলে গোল হজম করে শেখ জামাল। ভুল পাসে মান্নাফ রাব্বীর পায়ে বল তুলে দেন রেজাউল। রাব্বীর শট ছুটে এসে গোলরক্ষক জিয়াউর রহমান ফেরানোর পর কৌশিক বড়ুয়া ফিরতি শটে লক্ষ্যভেদ করেন।
৫১তম মিনিটে শাপমোচন করেন রেজাউল। ওতাবেকের কর্নারে হেডে স্কোরলাইন ৩-১ করেন এই ডিফেন্ডার।
আট মিনিট পর বড় ধাক্কা খায় চট্টগ্রাম আবাহনী। বল নিয়ন্ত্রণের লড়াইয়ে পড়ে যান দুজনেই। কিন্তু পড়ে যাওয়ার পর ওতাবেককে লাথি মেরে লালকার্ড দেখেন রাকিব হাসান।
অন্য ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে গোলশূন্য ড্র করে সাইফ স্পোর্টিং। দুই লেগ মিলিয়ে টানা তিন জয়ের পর ড্র করা সাইফ স্পোর্টিং ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
আরেক ম্যাচে সুলেমানে দিয়াবাতের জোড়া গোলে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতা মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৩ ম্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- হারুনকে সংসদে ‘বাধা দেবেন’ রাঙ্গাঁ