আগুয়েরো-তরেসের গোলে শিরোপার খুব কাছে সিটি

প্রতিপক্ষের মাঠে আরও এক জয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের খুব কাছে পৌঁছে গেল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে এবার ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2021, 01:26 PM
Updated : 1 May 2021, 02:11 PM

শনিবার ২-০ গোলে জিতেছে সিটি। গোলশূন্য প্রথমার্ধের পর দুই মিনিটের ব্যবধানে গোল দুটি করেন সের্হিও আগুয়েরো ও ফেররান তরেস।

সব প্রতিযোগিতা মিলিয়ে প্রতিপক্ষের মাঠে সিটির এটি টানা ১৯তম জয়। গত জানুয়ারিতে আসরে প্রথম দেখায় ঘরের মাঠে তারা প্যালেসকে উড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে।

বাকি চার ম্যাচের একটিতে জিতলে অন্য কোনো হিসাব ছাড়াই শিরোপা জিতবে সিটি। আবার রোববার গতবারের চ্যাম্পিয়ন্স লিভারপুলের বিপক্ষে ইউনাইটেড হেরে গেলেও তিন বছরে দ্বিতীয় শিরোপা নিশ্চিত হয়ে যাবে গুয়ার্দিওলার দলের।

৩৪ ম্যাচে ২৫ জয় ও পাঁচ ড্রয়ে সিটির পয়েন্ট ৮০। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড।

চ্যাস্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে গত বুধবার পিএসজির মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরা সিটি একাদশে আট পরিবর্তন নিয়ে খেলতে নামে। শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি তারা।

বিপরীতে পাল্টা আক্রমণে মাঝে মধ্যে ভীতি ছড়ায় স্বাগতিকরা। একাদশ মিনিটে লক্ষ্যভ্রষ্ট হেডে দলকে হতাশ করেন ক্রিস্তিয়ান বেনতেকে। প্রথমার্ধেই তার আরেকটি শট কাছ থেকে রুখে দেন সিটি গোলরক্ষক এদেরসন।

এই শটেই ম্যানচেস্টার সিটিকে এগিয়ে নেন সের্হিও আগুয়েরো।

বিরতির পর পাল্টে যায় চিত্র। ৫৭তম মিনিটে বাম প্রান্ত থেকে বাঁজামাঁ মঁদির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের মধ্যে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন আগুয়েরো। মৌসুম শেষে দল ছাড়তে যাওয়া এই আর্জেন্টাইনের সিটির হয়ে এটি ২৫৮তম গোল।

দুই মিনিট পর ডি-বক্সের ঠিক বাইরে থেকে ঠান্ডা মাথায় নিচু কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন তরেস।

তিন মিনিট পর স্টার্লিংয়ের শট পোস্টে লেগে ফিরলে ব্যবধান বাড়েনি। বাকি সময়ে গোলের তেমন সুযোগ করতে পারেনি কোনো দলই।

চ্যাস্পিয়ন্স লিগের ফিরতি পর্বে আগামী মঙ্গলবার ঘরের মাঠে সিটির প্রতিপক্ষ পিএসজি।