শেষ মুহূর্তের গোলে হাসল শেখ রাসেল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Apr 2021 11:32 PM BdST Updated: 30 Apr 2021 11:52 PM BdST
-
ফাইল ছবি
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল সুযোগ নষ্টের মিছিল। অবশেষে যোগ করা সময়ে মিলল গোলের দেখা। কষ্টের জয়ে প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ শুরু করল শেখ রাসেল ক্রীড়া চক্র।
Related Stories
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার আশরাফুল ইসলামের একমাত্র গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারায় লিগের ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নরা।
১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে সাইফুল বারী টিটুর দল। ব্রাদার্সকেই ২-১ গোলে হারিয়ে লিগ শুরু করেছিল শেখ রাসেল।
ওবি মোনেকে, জিয়ানকার্লো লোপেজ রদ্রিগেসের ব্যর্থতায় একের পর এক সুযোগ নষ্ট হচ্ছিল শেখ রাসেলের। অবনমন অঞ্চলের দল ব্রাদার্সের পোস্টের নিচে যেন চীনের প্রাচীর হয়ে ছিলেন গোলরক্ষক জাফর সরদার।
৩৫তম মিনিটে মোনেকের শট ফিস্ট করে ফেরান জাফর। আব্দুল্লাহর ফিরতি শট থাকেনি লক্ষ্যে।
দ্বিতীয়ার্ধেও ব্রাদার্সের রক্ষণে চাপ ধরে রাখে শেখ রাসেল। ৬১তম মিনিটে কাছের পোস্টে গোলরক্ষকের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন লোপেজ। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দূরের পোস্টে শট নিলে সহজে গোল পেতে পারতেন।
দুই মিনিট পর দেখেশুনে গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে ব্রাদার্সকে হতাশ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড আওয়ালা মাগালানও।
৮৩তম মিনিটে রুস্তম মিয়ার সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে বক্সের হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের শট ফিরিয়ে ব্রাদার্সের ত্রাতা জাফর।
শেষ দিকে বখতিয়ার দুইশবেকভের ফ্রি কিকে লোপেজের হেড পোস্টের বাইরে দিয়ে যায়। যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে বদলি ফরোয়ার্ড আব্দুল্লাহর দূরপাল্লার শট জাল খুঁজে নিলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।
দিনের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া বসুন্ধরা কিংস ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
অন্য ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে ২-২ ড্র করা আবাহনী লিমিটেড ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে