সিটির বিপক্ষে ফিরতি লেগে অনিশ্চিত এমবাপে

পায়ের পেশিতে চোট পাওয়ায় কিলিয়ান এমবাপেকে লিগ ওয়ানে লঁসের বিপক্ষে ম্যাচে পাচ্ছে না পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফিরতি লেগেও তারকা এই ফুটবলারের খেলা নিয়ে জেগেছে অনিশ্চয়তা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2021, 04:51 PM
Updated : 30 April 2021, 04:51 PM

এক বিবৃতিতে শুক্রবার ২২ বছর বয়সী এই ফরোয়ার্ডের চোটের বিষয়টি জানায় প্যারিসের দলটি।

লিগে শনিবার ঘরের মাঠে লঁসের বিপক্ষে খেলবে পিএসজি। এরপর আগামী মঙ্গলবার ইউরোপের শীর্ষ প্রতিযোগিতার ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক সিটির মুখোমুখি হবে তারা।

চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছিল ফরাসি চ্যাম্পিয়নরা। গত বুধবার ওই ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন চলতি মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা এমবাপে। লিগে তিনি করেছেন সর্বোচ্চ ২৫ গোল, চ্যাম্পিয়ন্স লিগে ৮টি। শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনার মাঠে করেছিলেন হ্যাটট্রিক, আর কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে বায়ার্ন মিউনিখের মাঠে করেছিলেন জোড়া গোল। 

লিগে শীর্ষে থাকা লিলের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে পিএসজি। আসরে আর বাকি চার রাউন্ডের খেলা।