অনলাইনে হয়রানি: প্রতিবাদে শামিল উয়েফাও
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Apr 2021 10:10 PM BdST Updated: 29 Apr 2021 10:10 PM BdST
অনলাইনে খেলোয়াড়দের হয়রানির প্রতিবাদে ইংলিশ ফুটবলের ডাকা চার দিন সামাজিক যোগাযোগ মাধ্যম বয়কটের কর্মসূচির সঙ্গে এবার একাত্মতা জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা।
গত শনিবার ইংল্যান্ডের শীর্ষ কয়েকটি ফুটবল ক্লাব ও সংগঠন বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আগামী শুক্রবার বিকেল থেকে সোমবার রাত পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের সব ধরনের প্ল্যাটফর্ম বয়কট করবে তারা।
বুধবার তাদের সঙ্গে যোগ দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), ১৮টি কাউন্টি ক্লাব, আটটি নারী আঞ্চলিক দল ও পেশাদার ক্রিকেটারদের সংগঠন পিসিএ।
পর দিন বিবৃতি দিয়ে তাদের সঙ্গে কর্মসূচিতে যোগ দেওয়ার ঘোষণা দিল উয়েফা। সংস্থাটির প্রেসিডেন্ট আলেকসান্দের চেফেরিন এক বিবৃতিতে অনলাইনে খেলোয়াড়দের হয়রানির প্রতিবাদে শামিল হওয়ার ঘোষণা দেন।
“মাঠ ও সামাজিক যোগযোগ মাধ্যম, দুই জায়গাতেই খেলোয়াড়দের হয়রানি করা হয়। এটা অগ্রহনযোগ্য এবং সরকারি কর্তৃপক্ষ ও সোশ্যাল মিডিয়া জায়ান্টদের সহায়তায় এটি বন্ধ করা দরকার।”
বৃহস্পতিবার বয়কটের এই আন্দোলনে আরও যোগ দিয়েছে ইংল্যান্ড রাগবি ও ব্রিটিশ সাইক্লিং।
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- পদ্মা সেতু: এক নজরে
- সর্বোচ্চ গড়ে ব্র্যাডম্যানের পরই সরফরাজ
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)