যুদ্ধ এখনও শেষ হয়নি: নেইমার

ঘরের মাঠে হেরে যাওয়ায় চ্যালেঞ্জ হয়ে উঠেছে আরও কঠিন। তবে এখনও দ্বিতীয় লেগ বাকি থাকায় আশা হারাচ্ছেন না পিএসজি তারকা নেইমার। চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে ওঠার মঞ্চে দাঁড়িয়ে ‘যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি’ বলে দলকে উদ্বুদ্ধ করছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2021, 11:39 AM
Updated : 29 April 2021, 11:39 AM

ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় সেমি-ফাইনালের প্রথম লেগে বুধবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে হেরে পিছিয়ে পড়েছে পিএসজি।

ম্যাচের পঞ্চদশ মিনিটে মার্কিনিয়োসের হেডে এগিয়ে যাওয়া পিএসজি প্রথমার্ধে ছিল বেশ আত্মবিশ্বাসী। বিরতির পর খেই হারায় তারা। সাত মিনিটের ব্যবধানে সিটির গোল দুটি করেন কেভিন ডে ব্রুইনে ও রিয়াদ মাহরেজ।

আগামী মঙ্গলবার সিটির ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগে খেলবে নেইমাররা। প্রতিযোগিতায় টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করতে পেরুতে হবে কঠিন পথ। তবে দলের ওপর পূর্ণ বিশ্বাস আছে নেইমারের।

ম্যাচ শেষে টুইটারে আত্মবিশ্বাসী নেইমার লেখেন, “আমরা একটা লড়াইয়ে হেরেছি, কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি।”

“আমি বিশ্বাস করি, আমরা যেমন খেলেছি তার চেয়ে ভালো খেলতে পারি…এক শতাংশ সুযোগ আর ৯৯ শতাংশ আত্মবিশ্বাস।”

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে নিজের সবশেষ ছয় ম্যাচে গোল করতে পারেননি নেইমার। গ্রুপ পর্বের বাইরে সবশেষ গোলটি করেছিলেন ২০১৯-২০ আসরে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

সিটির বিপক্ষে পিএসজির পরিসংখ্যানও আশানুরূপ নয়। ইউরোপিয়ান প্রতিযোগিতায় চার ম্যাচে সিটির বিপক্ষে নেই কোনো জয়; দুটি করে ড্র ও হার। এর চেয়ে পিএসজির লম্বা জয় খরা কেবল ইউভেন্তুসের বিপক্ষে, আট ম্যাচ খেলে জেতেনি কখনোই।