লকডাউনের সময়ে শুধু বঙ্গবন্ধু স্টেডিয়ামে লিগ ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2021 07:09 PM BdST Updated: 28 Apr 2021 07:09 PM BdST
করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হলেও প্রিমিয়ার লিগ আয়োজনের ব্যাপারে আগের অবস্থানেই রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী শুক্রবার থেকে শুরু হবে লিগের দ্বিতীয় ধাপের খেলা। তবে পরিস্থিতি বিবেচনায় চার ভেন্যুর বদলে শুধু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছে বাফুফে।
প্রাণঘাতী এই ভাইরাসের থাবায় ২০১৯-২০ মৌসুমের লিগ ছয় রাউন্ড হওয়ার পর বাতিল করে দিয়েছিল বাফুফে। ২০২০-২১ মৌসুমের লিগ এবং মৌসুমের বাকি খেলাগুলো ‘যেকোনো মূল্যে’ আয়োজন করতে চাওয়ার কথা জানান লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।
“কোভিডের কারণে আগের মৌসুমের লিগ বাতিল করতে হয়েছে; আমরা কোনোভাবে চাই না এই মৌসুমের লিগও বাতিল করতে। কেননা, বাতিল হলে খেলোয়াড়ররা পারিশ্রমিক পাবে না। ক্লাব নিরুৎসাহিত হবে। শুধু তাই নয়, জাতীয় দল গড়তেও সমস্যা হবে। তাই আমরা ফুটবলের সার্বিক উন্নয়নের জন্য সূচি অনুযায়ী আমরা খেলাগুলো শেষ করতে চাই।”
প্রথম পর্বের খেলাগুলো হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম (ঢাকা), শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম (টঙ্গী), বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেঃ মতিউর রহমান স্টেডিয়াম (মুন্সিগঞ্জ) ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম (কুমিল্লা)-এই চার ভেন্যুতে। চলমান লকডাউন এবং করোনাভাইরাস পরিস্থিতির কারণে শুধু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান সালাম।
“আমরা ৩০ এপ্রিল লিগের দ্বিতীয় ধাপের খেলা আয়োজনের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটাই বলবৎ আছে। আগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২৮ এপ্রিল লকডাউন শেষ হবে, এই অনুযায়ী। কিন্তু লকডাউনের সময় বেড়েছে। ইন্টারসিটি চলাচল থাকলেও অন্য কোথাও যোগাযোগ কঠিন। একারণে লকডাউনের সময়টুকুতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। পরিস্থিতির উন্নতি হলে নিয়ম অনুযায়ী চার ভেন্যুতে খেলা হবে।”
“আমাদের মনে হয় না, যাতায়াতে ক্লাবগুলোর কোনো সমস্যা হবে। যদি হয়, তাহলে সমাধানের চেষ্টা আমরা করব। কোভিড-১৯ এর যে দ্বিতীয় ঢেউ চলছে, আমরা মনে করি, স্বাস্থ্যবিধি মূল এবং সর্বোচ্চ প্রধান্য পাবে। আমরা রেফারিদেরকেও কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করে দিয়েছি। যেহেতু ঢাকায় খেলা হচ্ছে, আমরা মনে করি যে স্বাস্থ্যবিধি আছে, তা আমরা পুরোপুরি পালন করতে পারব।”
আগামী ৫ থেকে ৭ মের মধ্যে যে কোনো একদিন মালদ্বীপের দল ইগলসের বিপক্ষে এএফসির কাপের গ্রুপ পর্বে খেলার প্লে-অফ ম্যাচটি আয়োজন করতে চায় আবাহনী লিমিটেড। এ নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে চিঠি চালাচালি চলছে। আবাহনীর সম্ভাব্য ম্যাচটি বিবেচনায় রেখে সূচি নির্ধারণ করা হবে বলেও জানান সালাম।
প্রথম ধাপের ১২ রাউন্ড শেষে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তৃতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের পয়েন্ট ২৫। ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সাইফ স্পোর্টিং ক্লাব।
-
চলে গেলেন গোলকিপিং গ্রেট ও ক্রিকেটার গোরাম
-
‘বাংলাদেশ-ইরাক ম্যাচ বাস্তবায়নযোগ্য কিনা ভাবতে হবে’
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি সালাউদ্দিন
-
কিংসকে রুখে দিল মোহামেডান
-
ইউনাইটেড থেকে ফরেস্টে হেন্ডারসন
-
রোমা থেকে ইন্টারে মিখিতারিয়ান
-
সাবেক ডাচ ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
-
সেরি আয় প্রথম নারী রেফারি
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন