গুরুর সাফল্যের মন্ত্র শিষ্যদের শোনালেন গুয়ার্দিওলা

বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখকে তাদেরই মাঠে গুঁড়িয়ে সেমি-ফাইনালে উঠেছে পিএসজি। তারকাবহুল দলটির মুখোমুখি হওয়ার আগে তাই খেলোয়াড়দের চাপমুক্ত রাখতে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা হাঁটছেন সাবেক গুরুর দেখানো পথ ধরে। ফুটবল কিংবদন্তি ইয়োহান ক্রুইফ শিখিয়েছিলেন ‘চাপ নিও না, উপভোগ করো,’ সেই মন্ত্রই এখন শিষ্যদের শোনাচ্ছেন গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2021, 05:04 PM
Updated : 27 April 2021, 05:04 PM

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে বুধবার ফরাসি চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে সিটি। প্যারিসে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

১৯৯২ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে বার্সেলোনার সেসময়কার কোচ ক্রুইফ দলকে নির্ভার থেকে সবকিছু উপভোগের পরামর্শ দিয়েছিলেন। সাম্পদোরিয়াকে হারিয়ে সেবারই প্রথম ইউরোপ সেরার মুকুট পরেছিল কাতালান ক্লাবটি। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গুয়ার্দিওলা।

ডাচ কোচ ক্রুইফের দর্শনের অনুরক্ত তিনি। তাই পিএসজির বিপক্ষে ম্যাচ সামনে রেখে হাঁটছেন গুরুর দেখানো পথে।

“ভ্রমণটা উপভোগ করো। টার্মিনালের কফি পান করো, রাত ও ডিনার উপভোগ করো। অন্য সেমি-ফাইনাল দেখ। প্রেস কনফারেন্স উপভোগ করো। হাঁটাহাঁটি, ট্রেনিং উপভোগ করো।”

“আমরা ইউরোপের সেরা চার দলের একটি এবং অবশ্যই আমাদের এটা উপভোগ করা উচিত। ক্রুইফের ধ্যান-ধারণাও ছিল এমনই।”