‘নেইমারের কাছে ফুটবল খেলা নাচের মতো’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Apr 2021 07:08 PM BdST Updated: 27 Apr 2021 07:08 PM BdST
-
নেইমার
-
পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো ও ফরোয়ার্ড নেইমার। ফাইল ছবি
ফুটবলের প্রতি কতটা ভালোলাগা ও ভালোবাসা থাকলে মাঠে প্রতিটি মুহূর্ত উপভোগ করা যায়, তা যেন নেইমারের খেলা দেখলেই বোঝা যায়। পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনোর কথায়ও সেটাই ফুটে উঠছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে কাজ করাটা দারুণ উপভোগও করছেন দলটির নতুন কোচ।
২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর বিভিন্ন সময়ে আবার কাতালান দলটিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন নেইমার। তবে সেই ভাবনা থেকে ২৯ বছর বয়সী তারকা সরে এসেছেন বলে গণমাধ্যমের খবর। ধারণা করা হচ্ছে, প্যারিসের ক্লাবটিতে চুক্তির মেয়াদ বাড়াবেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে বুধবার বাংলাদেশ সময় রাত একটায় ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে পিএসজি। শেষ চারে নিজের আগের তিন ম্যাচের প্রতিটিতে গোল (৩) অথবা অ্যাসিস্ট (১) করেছেন নেইমার। ইউরোপ সেরার প্রতিযোগিতাটিতে ইংলিশ দলগুলোর বিপক্ষে ১২ ম্যাচে ৯ গোলে (৫ গোল ও ৪ অ্যাসিস্ট) সরাসরি জড়িয়ে আছেন তিনি।

পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো ও ফরোয়ার্ড নেইমার। ফাইল ছবি
"নেইমারের সঙ্গে কাজ করা খুব সহজ। কারণ, খুব বেশি কিছু করার প্রয়োজন পড়ে না। প্রথম দিন থেকে দেখছি, পরিশ্রম করায় তার কোনো আপত্তি নেই। সে বিনয়ী, কথা শোনে এবং সব নির্দেশনা খুব ভালোভাবে গ্রহণ করে।”
“ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মধ্যে বিশেষ কিছু আছে। তারা ফুটবল খেলতে পছন্দ করে, কারণ তাদের কাছে খেলাটা নাচের মতো। তারা খেলে যেন তারা নাচছে। পিএসজিতে যখন খেলোয়াড় হিসেবে ছিলাম, রোনালদিনিয়ো ছিল আমার সতীর্থ, আর এখন নেইমার। মাঠে সেরাটা দিতে তাদের ভালো থাকা, খুশি থাকা প্রয়োজন।”
-
যুক্তরাষ্ট্রের গোলরক্ষককে দলে টানল আর্সেনাল
-
মানের জীবনবোধ: প্রাসাদ-বিলাসবহুল গাড়ি কী কাজে আসবে?
-
তিনবার পোস্ট পথ আগলে দাঁড়ালেও জিতল মোহামেডান
-
‘ভাগ্যের জোরে পিএসজি-চেলসি-সিটিকে হারিয়েছে রিয়াল’
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
টিভিতে আজ
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি