বায়ার্নে ফ্লিকের স্থলাভিষিক্ত হচ্ছেন নাগেলসমান

আগামী মৌসুমের শুরু থেকে বায়ার্ন মিউনিখের ডাগআউটে দেখা যাবে ইউলিয়ান নাগেলসমানকে। বর্তমানে লাইপজিগের দায়িত্বে থাকা এই জার্মান কোচের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে বায়ার্ন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2021, 11:43 AM
Updated : 27 April 2021, 11:59 AM

এক বিবৃতিতে সোমবার এই ঘোষণা দেয় বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা। হান্স ফ্লিকের উত্তরসূরি হিসেবে যোগ দিবেন তিনি।

৩৩ বছর বয়সী নাগেলসমান ২০১৯ সালে দায়িত্ব নেন লাইপজিগের। এবারের বুন্ডেসলিগায় তার দল রয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। গত মৌসুমে দলকে নিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে।

২০২৩ পর্যন্ত চুক্তি থাকলেও সম্প্রতি মৌসুম শেষে সেচ্ছায় দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন ফ্লিক।

বুন্ডেসলিগার সর্বকনিষ্ঠ কোচ হিসেবে পাঁচ বছর আগে হফেনহাইমের দায়িত্ব নেন নাগেলসমান। অনেকদিন ধরে ছিলেন বায়ার্নের নজরে। তাকে কোচ হিসেবে পেয়ে বেশ উচ্ছ্বসিত দলটির প্রেসিডেন্ট হেরবার্ট হেইনার।

“ইউলিয়ান নাগেলসমান নতুন প্রজন্মের কোচদের প্রতিনিধি। বয়সে তরুণ হলেও মাঠে তার অর্জন দারুণ।”

“গত কয়েক বছরের সাফল্য আমরা ইউলিয়ান নাগেলসমানের সঙ্গে অব্যাহত রাখতে পারব বলে আশাবাদী।”

নাগেলসমানের কোচিংয়ে প্রথম মৌসুমে তৃতীয় হয়েছিল লাইপজিগ। এবার শীর্ষে থাকা বায়ার্নের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে তারা, বাকি আছে তিন রাউন্ডের খেলা।

ক্লাবের বিবৃতিতে দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফ্লিক। তার কোচিংয়ে গত মৌসুমে ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে বায়ার্ন জেতে বছরের ছয় শিরোপাই। এবারও টানা নবম লিগ জয়ের খুব কাছে ফ্লিকের দল।

জার্মানি জাতীয় দলের বর্তমান কোচ ইওয়াখিম লুভের উত্তরসুরি হিসেবে ফ্লিক যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আগামী জুন-জুলাইয়ের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর দায়িত্বে ছাড়বেন লুভ।