১১ বছরের অধরা শিরোপার সুবাস পাচ্ছে ইন্টার

২০১০ সালের পর প্রথম লিগ শিরোপার দুয়ারে ইন্টার মিলান। দলটির কোচ আন্তোনিও কন্তের বিশ্বাস, ৯৫ শতাংশ শিরোপা নিশ্চিত হয়ে গেছে তার দলের। তবে চূড়ান্ত সাফল্য পাওয়া হয়নি এখনও, তাই দলকে মনোযোগ ধরে রাখার আহ্বান জানালেন এই ইতালিয়ান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2021, 06:00 PM
Updated : 25 April 2021, 06:00 PM

মাত্তেও দারমিয়ানের একমাত্র গোলে ঘরের মাঠে রোববার হেল্লাস ভেরোনাকে হারিয়ে শিরোপার পথে ১৩ পয়েন্টে এগিয়ে গেছে কন্তের দল।

৩৩ ম্যাচে ইন্টারের পয়েন্ট ৭৯। পরের দুটি স্থানে থাকা এসি মিলান ও ইউভেন্তুসের পয়েন্ট ৬৬ করে। এক ম্যাচ কম খেলেছে এসি মিলান।

নিজেদের বাকি পাঁচ ম্যাচের দুটিতে জিতলে অন্য কোনো হিসাব ছাড়াই শিরোপা নিশ্চিত হবে ইন্টারের। ম্যাচ শেষে স্কাই ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ৫১ বছর বয়সী কন্তের কণ্ঠেও তাই ছিল আনন্দের রেশ।

“আমার দৃষ্টিতে লিগ শিরোপা নিশ্চিত হয়েছে ৯৫ শতাংশ। তবে এখনও আমরা এটা জিতিনি।”

ইন্টার শিরোপা জিতলে সেরি আয় প্রায় এক দশকের আধিপত্য শেষ হবে ইউভেন্তুসের। আগের ৯ বারই চ্যাম্পিয়ন হয়েছে তুরিনের দলটি। যে আধিপত্যের শুরু হয়েছিল কন্তেরই হাত ধরে; ২০১১ সাল ২০১৪ পর্যন্ত ইউভেন্তুসের কোচ ছিলেন তিনি।

এই জয়ের আগের দুই রাউন্ডে নাপোলি ও স্পেৎসিয়ার বিপক্ষে ড্র করে ১৯ বারের চ্যাম্পিয়ন ইন্টার। সব মিলিয়ে লিগে তারা ১৭ ম্যাচ অপরাজিত।