লিডসের মাঠে ম্যানইউর হোঁচট

ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে নবাগত লিডস ইউনাইটেড চমক উপহার দিয়েছে আবারও। ঘরের মাঠে এবার ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিয়েছে মার্সেলো বিয়েলসার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2021, 03:01 PM
Updated : 25 April 2021, 03:48 PM

লিডসের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল ইউনাইটেড। অন্য দিকে টানা ছয় ম্যাচ অপরাজিত রইল লিডস। গত রাউন্ডে লিভারপুলের বিপক্ষে ড্র করে দলটি। এর আগের ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে হারায় তাদেরই মাঠে।

লিগে প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা ২৪ ম্যাচ অপরাজিত রইল ওল্ড ট্রাফোর্ডের দলটি।

গত ডিসেম্বরে আসরের প্রথম দেখায় ঘরের মাঠে লিডসকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল উলে গুনার সুলশারের দল।

বল দখলে কোনো দলই তেমন আধিপত্য দেখাতে পারেনি। সুযোগ তৈরিতে এগিয়ে ছিল আগের রাউন্ডে বার্নলিকে ৩-১ ব্যবধানে হারানো ইউনাইটেড। তবে লিডস গোলরক্ষককে তারা পরীক্ষা নিতে পারে কেবল একবারই। বিরতির ঠিক আগে মার্কাস র‌্যাশফোর্ডের ফ্রি কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ইলান মেলিয়ে।

দ্বিতীয়ার্ধেও তেমন কোনো পরীক্ষা দিতে হয়নি কোনো গোলরক্ষককেই। তবে সুযোগ ছিল ইউনাইটেডের। অনেকটা ফাঁকায় বল পেয়ে নেওয়া ব্রুনো ফের্নান্দেসের নিচু শট অল্পের জন্যে লক্ষ্যে থাকেনি।

৫৬ শতাংশ বলের দখল রাখা সফরকারীদের ১৬ শটের চারটি ছিল লক্ষ্যে। বিপরীতে ছয় শটের তিনটি লক্ষ্যে রাখতে পারে লিডস।

৩৩ রাউন্ড শেষে ১৯ জয় ও ১০ ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে ইউনাইটেড আছে তালিকার দুইয়ে। তাদের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। আর দুটি জয় পেলেই শিরোপা জিতবে পেপ গুয়ার্দিওলার দল।

১৪ জয় ও পাঁচ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার নয়ে লিডস।