সিঙ্গাপুর অনলাইন শুটিংয়ে শাকিল অষ্টম

সিঙ্গাপুর ওপেন অনলাইন শুটিং প্রতিযোগিতায় বাংলাদেশের কেউই পাননি সাফল্যের দেখা। ১০ মিটার এয়ার পিস্তলে এসএ গেমসে সোনাজয়ী শাকিল আহমেদ হয়েছেন অষ্টম।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2021, 01:57 PM
Updated : 24 April 2021, 01:57 PM

রিসালাতুল ইসলাম, সৈয়দা আতকিয়া হাসানও নিজেদের ইভেন্টে পারেননি আলো ছড়াতে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শুটিংয়ের অনেক বৈশ্বিক প্রতিযোগিতা হচ্ছে অনলাইনে। এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাংলাদেশের শুটাররা।

বাংলাদেশ শুটিং ফেডারেশন শনিবার জানিয়েছে, ২০১৬ এসএ গেমসে সোনা জেতা শাকিল ১০ মিটার এয়ার পিস্তলে ৫৭০ স্কোর করে বাছাই পেরুনোর পর পদকের লড়াইয়ে অষ্টম হন।

পুরুষ ১০ মিটার এয়ার রাইফেলে রিসালাতুল ৬১৯.২ স্কোর করে পদকের লড়াইয়ে ওঠেন। সেখানে তিনিও হয়েছেন অষ্টম।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে আতকিয়া হাসান ৬২২.৫ স্কোর করে বাছাই পার হন। পদকের লড়াইয়ে সপ্তম হয়ে হতাশ করেন তিনিও।

এয়ার পিস্তল পুরুষ বিভাগে ছয়টি দেশের ২৬ জন এবং এয়ার রাইফেলের পুরুষ বিভাগে ছয়টি দেশের ২১ জন অংশ নেন। আর এয়ার রাইফেলের মহিলা বিভাগে ৩১ জন শুটার অংশ নেয় বলে জানিয়েছে শুটিং ফেডারেশন।