চোট কাটিয়ে ফিরলেন আজার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2021 08:55 PM BdST Updated: 23 Apr 2021 08:55 PM BdST
-
রিয়াল মাদ্রিদের অনুশীলনে এদেন আজার। ছবি: রিয়াল মাদ্রিদ
চোট আর করোনাভাইরাসের থাবায় অনেক খেলোয়াড় বাইরে। দল গড়তে হচ্ছে জোড়াতালি দিয়ে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে কিছুটা স্বস্তির খবর পেয়েছে রিয়াল মাদ্রিদ। চোট কাটিয়ে দলে ফিরছেন এদেন আজার ও লুকা মদ্রিচ।
লা লিগায় শনিবার ঘরের মাঠে রিয়ালের প্রতিপক্ষ রিয়াল বেতিস। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তাদের ফেরার খবর জানান কোচ জিনেদিন জিদান।
পেশির চোট কাটিয়ে গত মাসের মাঝামাঝি ফিরেছিলেন আজার। লিগে এলচের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পাওয়া ম্যাচের শেষ ১৫ মিনিট খেলেছিলেন তিনি। এর দুই দিন পর পেশির নতুন চোটে ছিটকে পড়েন বেলজিয়ান ফরোয়ার্ড।
২০১৯ সালের গ্রীষ্মকালীন দলবদলে ক্লাব রেকর্ড ১০ কোটি ইউরোয় চেলসি থেকে রিয়ালে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমে দুইবার মারাত্মক গোড়ালির গাঁটের চোটে পড়েন আজার। সব মিলিয়ে দলটির হয়ে কেবল ২৫টি লিগ ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার।
এখনও মাঠের বাইরেই আছেন আরেক মিডফিল্ডার টনি ক্রুস। গত বুধবার কাদিসের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছিলেন মদ্রিচ ও ক্রুস।
“(রিয়াল বেতিসের বিপক্ষে) ক্রুসকে পাওয়া যাবে না। তবে লুকা দলে থাকবে। এদেনও আমাদের সঙ্গে থাকবে।”
ডিফেন্ডার ফেরলঁদ মঁদি এখনও সুস্থ হয়ে ওঠেননি। তবে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে তাকে পাওয়ার আশা করছেন জিদান। অধিনায়ক সের্হিও রামোসও ফেরার খুব কাছে বলে জানিয়েছেন কোচ।
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
টিভিতে আজ
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ