দলে ফিরলেন লেভানদোভস্কি

চোট কাটিয়ে দলে ফিরেছেন বায়ার্ন মিউনিখের তারকা ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কি। প্রায় চার সপ্তাহ পর মাঠের লড়াইয়ে দেখা যাবে পোলিশ স্ট্রাইকারকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2021, 02:19 PM
Updated : 23 April 2021, 02:19 PM

বুন্ডেসলিগায় শনিবার মাইন্সের মাঠে খেলবে বায়ার্ন। ম্যাচটি জিতলেই টানা নবম লিগ শিরোপা নিশ্চিত হবে দলটির। এর আগের দিন সংবাদ সম্মেলনে লেভানদোভস্কির দলে ফেরার কথা জানান কোচ হান্স ফ্লিক।

গত মাসের শেষের দিকে অ্যান্ডোরার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ডান হাঁটুতে চোট পান লেভানদোভস্কি। এরপর থেকেই ছিলেন মাঠের বাইরে।

লিগে এখন পর্যন্ত ৩৫ গোল করা গতবারের এই বর্ষসেরা ফুটবলার বাকি চার ম্যাচে পাঁচ গোল করতে পারলে স্পর্শ করবেন জার্ড মুলারের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড। ১৯৭১-৭২ মৌসুমে ৪০ গোল করেছিলেন জার্মান কিংবদন্তি।

অনুশীলনে নিজেকে প্রমাণ করেই ৩২ বছর বয়সী লেভানদোভস্কি দলে ফিরেছেন বলে জানান ফ্লিক। 

“চোটের কারণে সে চার সপ্তাহ দলের বাইরে ছিল, তবে শারীরিকভাবে সে এখন ভালো অবস্থায় আছে এবং অনুশীলনে সে এটা প্রমাণ করেছে। সে স্কোয়াডে ফিরেছে।”

চোট কাটিয়ে দলে ফিরেছেন আরেক ফরোয়ার্ড সের্গে জিনাব্রি ও মিডফিল্ডার লেয়ন গোরেটস্কাও।

৩০ রাউন্ড শেষে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগের চেয়ে তারা ১০ পয়েন্টে এগিয়ে। যত দ্রুত সম্ভব শিরোপা নিশ্চিত করতে চান ফ্লিক।

“যত দ্রুত সম্ভব আমাদের শিরোপা জিততে হবে। এটাই এখন আমাদের মূল লক্ষ্য।”