রেকর্ড বইয়ে রাউলের পাশে বেনজেমা

কাদিসের জালে বল পাঠিয়ে ইতিহাস গড়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমা। সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটির হয়ে লা লিগায় ৩৫টি ভিন্ন দলের বিপক্ষে গোল করলেন তিনি। ভাগ বসালেন ক্লাবটির সাবেক তারকা ফরোয়ার্ড রাউল গনসালেসের রেকর্ডে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2021, 10:57 AM
Updated : 22 April 2021, 10:57 AM

ক্লাবটির ইতিহাসের রেকর্ড গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদোও পারেননি এত বেশি দলের বিপক্ষে গোল করতে।

প্রতিপক্ষের মাঠে বুধবার ম্যাচের ৩০তম মিনিটে সফল স্পট কিকে এই কীর্তি গড়েন বেনজেমা। ৩-০ ব্যবধানের জয়ে দলের তৃতীয় গোলটিও করেন তিনি। অন্য গোলটি করেন আলভারো ওদ্রিওসোলা।

এবারের লিগে এখন পর্যন্ত ২১ গোল করে পিচিচি ট্রফির দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বেনজেমা। ২৩ গোল নিয়ে সবার আগে বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি।

বেনজেমার দারুণ ফর্মের ফলও পাচ্ছে রিয়াল। লিগে তারা টানা ১২ ম্যাচ অপরাজিত। উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষে।

৩২ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৭০। সমান পয়েন্ট এক ম্যাচ কম খেলা আতলেতিকোর।

৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেছে বার্সেলোনা।