ছেলেদের ইউরোতে প্রথম নারী রেফারিও ফ্রাপা

রেফারি হিসেবে অনেক ‘প্রথম’ এর জন্ম দেওয়া স্তেফানি ফ্রাপা আরেকটি ইতিহাসের সামনে। প্রথম নারী রেফারি হিসেবে পুরুষদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচ পরিচালনা করবেন এই ফরাসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2021, 07:17 PM
Updated : 21 April 2021, 07:17 PM

প্রতিযোগিতাটির জন্য নিয়োগ দেওয়া রেফারিদের তালিকা বুধবার প্রকাশ করেছে উয়েফা। আসরের ৫১টি ম্যাচ পরিচালনা যারা করবেন সেই ১৮ জনের মধ্যে অবশ্য নেই ফ্রাপা। চতুর্থ রেফারি অথবা রিজার্ভ অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে কাজ করবেন তিনি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এক বছর পিছিয়ে যাওয়া প্রতিযোগিতাটি শুরু হবে আগামী ১১ জুন, চলবে ১১ জুলাই পর্যন্ত। খেলা হবে ইউরোপের ১২টি দেশে।

রেফারি হিসেবে ৩৭ বছর বয়সী ফ্রাপার অর্জন নেহাৎ কম নয়। ২০১৯ সালে প্রথম নারী হিসেবে পুরুষদের বড় কোনো ইউরোপিয়ান ম্যাচ পরিচালনা করেন তিনি। ইস্তানবুলে তার পরিচালনায় উয়েফা সুপার কাপে খেলেছিল দুই ইংলিশ ক্লাব লিভারপুল ও চেলসি।

ওই বছরেই জুলাইয়ে নিজ দেশে অনুষ্ঠিত মেয়েদের বিশ্বকাপ ফাইনালে যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডস ম্যাচেও রেফারি ছিলেন ফ্রাপা। একই বছরের এপ্রিলে প্রথম নারী হিসেবে পরিচালনা করেন ফরাসি লিগ ওয়ানের ম্যাচ।

প্রথম নারী রেফারি হিসেবে ছেলেদের চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ পরিচালনা করার কীর্তিও তার।

ইউরোপা লিগে রেফারি হিসেবে তার অভিষেক হয় গত অক্টোবরে লেস্টার সিটি ও লুহান্সকের ম্যাচ দিয়ে।

প্রথম নারী হিসেবে ইউরোপিয়ান ম্যাচ পরিচালনা করার কীর্তি সুইজারল্যান্ডের নিকোল পেতিগনাতের। ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত উয়েফা কাপ বাছাইপর্বের তিনটি ম্যাচ পরিচালনা করেন তিনি।