করোনাভাইরাসে আক্রান্ত রিয়ালের ভালভেরদে

কোভিড-১৯ পজিটিভ একজনের সংস্পর্শে আসায় ফেদে ভালভেরদে এমনিতেই ছিলেন আইসোলেশনে। এবার রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের শরীরেও শনাক্ত হয়েছে করোনাভাইরাস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2021, 04:35 PM
Updated : 21 April 2021, 04:35 PM

এক বিবৃতিতে বুধবার বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। এতে লম্বা হলো দলটির এই খেলোয়াড়কে না পাওয়ার সময়।

কাদিসের বিপক্ষে বুধবারের ম্যাচের পর আগামী রোববার রিয়াল বেতিসের বিপক্ষেও তাকে পাবে না মাদ্রিদের দলটি। ২৮ এপ্রিল চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগেও ভালভেরদেকে ছাড়া খেলতে হবে তাদের।

গত রোববার ভালভেরদেকে আইসোলেশনে পাঠায় রিয়াল। সে সময় পরীক্ষায় নেগেটিভ ফল এসেছিল উরুগুয়ের এই মিডফিল্ডারের। দুই দিন পর এলো পজিটিভ ফল।

ভালভেরদের আগে বুধবার লুকা মদ্রিচকেও হারায় রিয়াল। পিঠে চোট পাওয়া ক্রোয়াট এই মিডফিল্ডার খেলবেন না কাদিসের বিপক্ষে।

৩১ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল এ ম্যাচে পাবে না মূল দলের আরও পাঁচ খেলোয়াড়কে-টনি ক্রুস, এদেন আজার, ফেরলঁদ মঁদি, লুকাস ভাসকেস ও সের্হিও রামোস।

এই দুঃসময়ে রিয়াল কোচ জিদানের জন্য অবশ্য একটু স্বস্তির খবর হয়ে এসেছে দানি কারভাহাল, রাফায়েল ভারানে, নাচো ফের্নান্দেস ও কাসেমিরোর ফেরা।