সুপার লিগ: সরে দাঁড়াল আতলেতিকো-ইন্টারও

একে একে বেরিয়ে যাচ্ছে ইউরোপিয়ান সুপার লিগের প্রতিষ্ঠাতা সদস্যরা। ইংল্যান্ডের ছয় ক্লাবের পর প্রস্তাবিত প্রতিযোগিতাটি থেকে নিজেদের সরিয়ে নিলো স্প্যানিশ লা লিগার দল আতলেতিকো মাদ্রিদ ও ইতালিয়ান সেরি আর দল ইন্টার মিলান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2021, 11:14 AM
Updated : 21 April 2021, 11:19 AM

ভেস্তে যেতে বসা বিতর্কিত সুপার লিগে টিকে রইলো আর মাত্র চারটি দল-স্পেনের রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এবং ইতালির ইউভেন্তুস ও এসি মিলান।

পৃথক বিবৃতিতে বুধবার এই টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আতলেতিকো ও সেরি আর শীর্ষে থাকা ইন্টার।

গত রোববার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী ইউরোপিয়ান সুপার লিগে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় ১২টি ক্লাব। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ছয় দল- ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার মঙ্গলবার রাতে সরে দাঁড়ায়।

প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বার্সেলোনার নাম থাকলেও এই টুর্নামেন্টে কাতালান ক্লাবটির খেলা নিশ্চিত নয়। চুক্তির একটি ধারায় বলা হয়েছে, ক্লাবের সদস্যরা অনুমতি না দিলে সুপার লিগে অংশ নিতে পারবে না তারা।

এসি মিলানের সরে দাঁড়ানো নিয়েও গুঞ্জন শুরু হয়েছে গণমাধ্যমে।

তীব্র সমালোচনা ও বাধার মুখে প্রকল্পটির কার্যক্রম এগুনোর সম্ভাবনা দেখছেন না ইউভেন্তুস প্রেসিডেন্ট আন্দ্রেয়া আগনেল্লি।

“প্রকল্পটির কার্যকারিতা নিয়ে আমার সংশয় নেই। কিন্তু…আমার মনে হয় না এই প্রকল্প এখন আর সচল আছে।”