সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ

প্রত্যাশিত সময়ের বেশ আগেই আদালতে গড়াল ইউরোপিয়ান সুপার লিগ। অনেক আলোচিত-সমালোচিত এই টুর্নামেন্টের পক্ষে মত দিয়ে স্পেনের একটি বাণিজ্যিক আদালত বলেছে, ফিফা ও উয়েফা ইউরোপের শীর্ষস্থানীয় ১২টি ক্লাবের সুপার লিগ গঠন রোধ করতে পারে না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2021, 04:22 PM
Updated : 20 April 2021, 04:22 PM

এক লিখিত রায়ে মঙ্গলবার আদালত এই আদেশ জারি করে বলে জানিয়েছে রয়টার্স। তবে কিসের ওপর ভিত্তি করে এই রায় দেওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।

আদালত বলেছে, ফিফা, উয়েফা ও এর সংশ্লিষ্ট সকল ফুটবল ফেডারেশন সুপার লিগ গঠনের ক্ষেত্রে কোনোভাবেই নিষেধাজ্ঞা, সীমাবদ্ধতা বা শর্ত আরোপ করতে পারে না।