সুপার লিগ নিয়ে জিদানের মুখে কুলুপ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2021 08:44 PM BdST Updated: 20 Apr 2021 08:44 PM BdST
-
রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। ফাইল ছবি
ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। অনেকে তুলে ধরছেন নিজস্ব ভাবনা। তবে বিতর্কিত টুর্নামেন্টটি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।
বহুল আলোচিত টুর্নামেন্টটির প্রতিষ্ঠাকালীন ১২ ক্লাবের একটি রিয়াল। আর ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস হলেন সুপার লিগের প্রথম চেয়ারম্যান।
লা লিগায় বুধবার কাদিসের মুখোমুখি হবে রিয়াল। এর আগের দিন সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবে সুপার লিগ নিয়ে প্রশ্নের মুখে পড়েন জিদান। তবে ফরাসি কোচ হাঁটলেন নিরাপদ পথে।
“এই প্রশ্ন একজন ব্যক্তির জন্য-ক্লাবের প্রেসিডেন্ট। আমি খেলা নিয়ে কথা বলার জন্য আছি। প্রত্যেকের নিজস্ব মতামত আছে, তবে আমি এ বিষয়ে কথা বলব না। আমি কথা বলব আগামীকালের ম্যাচ, লিগ, চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। বাকি সব আমার কাজ নয়।”
“আপনারা (সাংবাদিক) হয়তো বলতে পারেন, আমি বিষয়টি এড়িয়ে যাচ্ছি, তা ঠিক আছে। কারণ, আমি যা পছন্দ করি তা হলো কোচিং।”
সুপার লিগে যোগ দেওয়ায় চলতি চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠা রিয়াল, চেলসি ও ম্যানচেস্টার সিটিকে বাদ দেওয়া হতে পারে বলে আভাস দিয়েছেন উয়েফা নির্বাহী কমিটির এক সদস্য। তবে এসব নিয়ে তারা ভাবছেন না বলে জানান জিদান।
“ড্রেসিং রুমে আমরা এ জাতীয় বিষয় নিয়ে কথা বলি না। আমরা কেবল পরের ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছি।”
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
টিভিতে আজ
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?